মাঝরাতে কনে সাজে ঘর ছাড়া অপরাজিতা! কারণ জানলেই হতবাক হবেন আপনিও

প্রত্যুষা সরকার, কলকাতা: বাংলা টেলিভিশন এবং টলিউডের ( Tollywood ) একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ( Aparajita Adhy )। তাঁর মিষ্টি হাসিতেই মুগ্ধ আট থেকে আশি। যে কোনও রকম অভিনয়েই অপরাজিতা রীতিমতো টেক্কা দেয় বর্তমানের তারকাদের। ছোটপর্দায় তাঁর অভিনয় অনবদ্য একই সাথে বড়পর্দাতেও তাঁর অভিনয় চোখে পরার মতো। তবে শুধু অভিনয় নয় অভিনয়ের সাথে সাথে তিনি সামলাচ্ছেন সঞ্চালনার কাজ। তবে সম্প্রতি বিয়ের সাজেই পালিয়ে যেতে দেখা গেল অভিনেত্রীকে।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী অপরাজিত আঢ্য। বর্তমানে বাংলার পর্দায় প্রতারিত হওয়া ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার ভূমিকায় অভিনয় করছেন তিনি ( Aparajita Adhy )। ধারাবাহিক শুরু হয়ার পর ইতিমধ্যে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি মুক্তি তাঁর বেশ কয়েকটি টলিউডের ছবি থেকে প্রসংশা কুরিয়েছেন অভিনেত্রী।
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ আর নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ । যেখানে একটি মুখ্য চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী ( Aparajita Adhy ) অপরাজিতা আঢ্যের। তাকে সেই চরিত্রে দেখার জন্য অধিক অপেক্ষায় তাঁর ভক্তরা। অভিনেত্রী অভিনয় জীবনের মত বাস্তব জীবনটাও ছিল কিছুটা সিনেমার মতো। বাড়ির অমতে গিয়েই মনের মানুষ সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সাথে মাত্র ১৯ বছর বয়সেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। তবে শ্বশুরবাড়ির দিক দিয়ে পুরোপুরি সমর্থন পেয়েছিলেন তিনি।
লাইম লাইটে অভিনেত্রীর সাথে তাঁর স্বামীকে খুব একটা দেখা না গেলেও ( Aparajita Adhy )। তবে ভালোবেসে একসাথে স্বামী অতনুর সাথে কাটিয়ে দিলেন অনেকগুলো বছর। তবে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝে মাঝেই পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের স্বামীর সাথে একাধিক ছবি শেয়ার করেন অভিনেত্রী। নিজেরও প্রায়ই একাধিক ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন অভিনেত্রী।
View this post on Instagram
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন একটি ইনস্টারিল ভিডিও। যেটা নিয়ে ইতিমধ্যে চর্চার আলোয় এসেছেন অপরাজিতা আঢ্য ( Aparajita Adhy )। ভাইরাল ওই ভিডিওতে অভিনেত্রীকে একেবারে বিয়ের সাজে দেখা গিয়েছে। বেনারসি থেকে শুরু করে গয়না সবকিছুই ছিল তাঁর পরনে। একেবারে বিয়ের কনের সাজেই ক্যামেরার সামনে দিয়ে দৌড়ে যেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ভিডিওটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি। শুধুমাত্র ইনস্টারিল ভিডিও বানানোর খাতিরেই এই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার হতে না হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রীর অনুরাগীদের মাঝে।
আরও পড়ুন – “অর্থনৈতিক অনটনের জেরে বিষণ্ণ থাকত!” Pallavi Dey রহস্যমৃত্যুর পর্দা সরালেন তাঁর প্রেমিক
আরও পড়ুন – শ্রীলেখার অনবদ্য সাফল্যে গর্বিত সুবর্ণলতা! সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা অভিনেত্রী অনন্যার