মনোক্রম ছবিতে এক মাথা ঘোমটা! ‘ভানু’ শাশ্বতর স্ত্রী হলেন অভিনেত্রী দেবলীনা…
বড় পর্দায় নতুন চ্যালেঞ্জ দেবলীনার! 'ভানু' শাশ্বতর স্ত্রী হয়ে ধরা দেবেন তিনি।

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী দেবলীনা দত্ত। নানান রঙের চরিত্রকে অত্যন্ত সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। আর এবার অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিতে ‘ভানুর’ ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দেবলীনা দত্ত কে।
বড় পর্দায় আসতে চলেছে স্বনামধন্য অভিনেতা
ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘জমালয়ে জীবন্ত
ভানু’। অভিনেতার ১০৩ তম জন্মবার্ষিকীতে প্রকাশ্যে আসে ছবির পোস্টার। ছবিটি পরিচালনা করছেন কৃষ্নেন্দু চট্টোপাধ্যায়। এই ছবিতেই ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ধরা দেবেন দেবলীনা। তাঁর মনোক্রম ছবিতে একটানা ঘোমটায় ঢাকা মুখ নজর কেড়েছে দর্শকদের।
নীলিমা বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রথিতযশা গায়িকা। জীবনের সমস্ত ওঠাপড়ায় ভানু বন্দ্যোপাধ্যায়ের পাশে শক্ত অবলম্বন হয়ে ছিলেন তিনি। ‘জমালয়ে জীবন্ত ভানু’ ছবিতে অভিনয় নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেত্রী দেবলীনা। নীলিমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সমস্ত দিক থেকে প্রস্তুতি নিচ্ছেন তিনি।