“এক নদী থেকে আর এক নদীর অভিযান যেন….” জন্মদিনে প্রসেনজিতের উদ্দেশ্যে বিশেষ বার্তা জয়ার
জন্মদিনে প্রসেনজিত চট্টোপাধ্যায়কে বিশেষ শুভেচ্ছা পাঠালেন জয়া আহসান।

পূর্বাশা, হুগলি: বড় পর্দায় জোট বাঁধতে চলেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান ও অনির্বান ভট্টাচার্য। পুজোয় আসছে তাঁদের ছবি ‘দশম অবতার’। পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে একজোট হয়েছেন তাঁরা। এর মধ্যে ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিত চ্যাটার্জির জন্মদিন। আর জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সহ অভিনেতাকে ভরিয়ে দিলেন জয়া আহসান।
প্রসেনজিতের জন্মদিনে তাঁর সাথে একটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘রবিবার’ থেকে ‘দশম অবতার’ এক নদী থেকে আর এক নদীর অভিযান যেন… আজ যখন দশম অবতার মুক্তির মুখে, কেমন মনে হলো মোহনায় দাঁড়িয়ে আছি, তার মাঝেই আপনার জন্মদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।। অভিনেতা হিসেবে নতুন করে কি আর বলার, সেরার সেরা হয়েই আরো অনেক অনেক এমন জন্মদিন আসুক, নতুন চরিত্র নিয়ে আসুক নতুন নতুন চ্যালেঞ্জ… আর নতুনের প্রতিশ্রুতিতেই বিজয়ীর হাসি হাসুন বার বার।। শুভ হোক প্রতিদিন, শুভ জন্মদিন।”
পুজোর আগে থেকে ‘দশম অবতার’ নিয়ে উত্তেজনা
বাড়ছে দর্শক মহলে। প্রসেনজিত-অনির্বাণ ও যীশুর সঙ্গে কাজ করে খুশি অভিনেত্রী জয়া। এই ছবি বিভিন্ন অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাঁকে। রয়েছে একাধিক রোমাঞ্চ সিন। পুজোয় নিজের নতুন ছবি নিয়ে আশাবাদী পরিচালক সৃজিতও।