পরমব্রতর সঙ্গে গভীর চুম্বনে মত্ত জুন মালিয়া! দৃশ্য দেখে মেজাজ হারালেন অভিনেত্রী-পুত্র

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক অন্যতম দুনিয়া, টলিউড জনসমক্ষে বেশ আলোচিত হয়ে উঠেছে। এর এক অন্যতম কারণ হল টলিউডের আসন্ন মুক্তি প্রাপ্ত সিনেমা। আর তার সঙ্গে সঙ্গে টলিউড তারকাদের ব্যক্তিগত জীবন। তবে বেশ কিছু দিন যাবত এই আলোচনা আরও জোরালো হয়েছে, কারণ বিগত কয়েক মাস আগে গিয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে প্রার্থী হিসেবে বিভিন্ন দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন টলিউডের একাধিক জনপ্রিয় পরিচিত মুখ।

তাদের মধ্যে কিছু কিছু তারকারা জয়ী হয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। আবার অনেকেই ফিরতে হয়েছে খালি হাতে। এরকমই একজন টলিউড অভিনেত্রী হলেন জুন মালিয়া। বিগত বিধান সভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। জানা গিয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ার এর সঙ্গে সঙ্গে একজন বিধায়ক হিসেবে তার দ্বায়িত্ব বেশ দক্ষতার সঙ্গে পালন করছেন।

17c22

আরও পড়ুন ….গাঁটছড়াকে টেক্কা দিতে মাঠে এবার মিঠাইয়ের হল্লাপার্টি! ফের গায়েব হবে আরও এক অভিনেত্রী
আরও পড়ুন ….“অত ন্যাকামি করতে পারিনা!”, নাম না করেই অন্য মিঠাইদের ধুয়ে দিলেন খুকুমণি

তবে সম্প্রতি এই অভিনেত্রী তথা বিধায়ক এক প্রকাশ্য অনুষ্ঠানে করা মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। জানা গিয়েছে, বিগত বেশ কিছু দিন টলিউড অভিনেতা দেবশঙ্কর হালদার এর সঞ্চালিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া এবং তার ছেলে শিবেন। সেই অনুষ্ঠানে সঞ্চালক দেবশঙ্কর হালদার অভিনেত্রীর পুত্রর পছন্দ এবং অপছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, তার অভিনিত সিনেমা ‘যাত্রা’ তে এক দৃশ্যে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়।

17c23

আরও পড়ুন ….কোটি টাকার সম্পত্তিকে ঘিরেই কি এই পরিণতি অভিনেত্রীর, পল্লবী রহস্যমৃত্যু মামলায় উঠছে প্রশ্ন

সিনেমার সেই দৃশ্য দেখার পর রীতিমতো ক্ষুব্ধ এবং বিরক্ত হয়েছিল। এমনকি এই দৃশ্য সম্পর্কে শিবেন তার মা অভিনেত্রী জুন মালিয়াকে নানা রকমের প্রশ্ন করেন।যদিও একটা সময় পর সে বুঝতে পেরেছিল যে এটা শুধু মাত্র একটা সিনেমা মাত্র। একজন সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত অভিনেত্রী জুন মালিয়া তার দুই ছেলে শিবেন এবং শিবাঙ্গিকে নিয়ে বেশ সুখের জীবন নির্বাহ করছেন। তবে সম্প্রতি ২০১৯ সালে এই অভিনেত্রী নামজাদা ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি তার অভিনয় ক্যারিয়ার এর সঙ্গে সঙ্গে একজন বিধায়ক হিসেবে তার দ্বায়িত্ব বেশ দক্ষতার সঙ্গে পালণ করছেন। কিন্তু এই ঘটনা সামনে আসার পর রীতিমতো কটূক্তির শিকার হতে হয়েছে এই অভিনেত্রী তথা বিধায়ককে।




Leave a Reply

Back to top button