বড় পর্দায় সফল নন কনীনিকা! জানেন কী হাড়ির খবর?

জয়িতা চৌধুরী, কলকাতা: আজ তার ইন্ডাস্ট্রিতে প্রায় দু- দশক কেটে গিয়েছে। টলিউডের ( Tollywood ) অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ( Konineeka Banerjee )। ইদানিং একটি ধারাবাহিকে ‘সহচরী’ চরিত্রে অভিনয় করছেন। তার অভিনীত এই চরিত্রটি দর্শকমহলে বেশ জনপ্রিয়ও। এর আগে বড়ো- ছোট দুটি পর্দায়েই একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে নিজের জায়েগাও পক্ত করেছেন অভিনেত্রী।

তবে বড়ো পর্দার তুলনায়ে ছোট পর্দায়ে জনপ্রিয়তা বেশি অভিনেত্রীর। যখন তিনি রুপোলী পর্দায়ে কাজের চেষ্টা করছিলেন ডিরেক্টর রবি ওঝা তাঁকে প্রথম সুযোগ দেন। শোনা যায়, ব্যাক আপ ডান্সারে কনীনিকার অডিশন দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সালটা তখন ২০০০। রবি ওঝার হাত ধরেই সিনেমার জগতে প্রবেশ করেন। তার সাথে অভিনেত্রীর প্রথম কাজ ছিল ‘এক আকাশের নিচে’ ( Ek Akasher Niche ) ধারাবাহিকে।

konineeca banerjee two

‘এক আকাশের নিচে’ ( Ek Ahasher Niche ) ছবিটিতে অভিনেত্রীর সাবলীল অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকমহলকে। ব্যাস, আর কেরিয়ারে ফিরে তাকাতে হয়নি কনীনিকাকে। এই ছবির পড়ই কনীনিকা হয়ে জান বাংলার ছেলেদের ক্রাশ। এই ধারাবাহিকের ( Bangla serial actress ) আকাশ ছোঁয়া সাফল্য দেখে রবি ওঝাই বড়পর্দায় সুযোগ দেন তাঁকে। ছবির নাম ছিল ‘আবার আসব ফিরে’ ( Abar Asibo Phire )

konineeca banerjee 3

‘আবার আসব ফিরে’ ( Abar Asibo Phire ) ছবিটি আসলে পুর্ণজন্মের কাহিনী নিয়ে। প্রথম জন্মে গৌরী ও পরের জন্মে নার্স পৃথার চরিত্রে অভিনয় করে সকলকে অবাক করে দেয়। নিজের অভিনয় দিয়ে সেইসময় দাঁড়িয়ে তাবড় অভিনেতাদের মাঝে আনন্দলোক পুরস্কার জিতে নেন। তারপর ‘তিন এক্কে তিন’ ( Teen Akke Teen ) ছবিতে কাজ করার সুযোগ পান। কিন্তু এরপর সেভাবে বড়পর্দায় তাকে পাওয়া যায়নি।

এই মুহূর্তে স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’( Aye Tobe Sohochori ) -তে কাজ করছেন অভিনেত্রী ধারাবাহিকের প্লট অনুযায়ী, সহচরী এক মধ্যবয়সী সংসারী মেয়ের গল্প। নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। প্রতারক স্বামী সমরেশের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে নিজেকে দিয়েছেন নতুন সুযোগ। এছারাও অভিনেত্রীর উল্লেখযোগ্যও কাজের মধ্যে লীনা গাঙ্গুলীর ‘অন্দরমহল’-এর পরমেশ্বরী চরিত্র বেশ বিখ্যাত।




Leave a Reply

Back to top button