আদর করে গাল চটকানোর মানুষটাই হারিয়ে গেল! ঐন্দ্রিলাকে হারিয়ে ব্যতিক্রান্ত অঙ্কুশ

জয়িতা চৌধুরি, কলকাতাঃ ঘড়ির কাঁটা তখন বারোটা ছুঁয়েছে। আচমকাই অভিনেতা অঙ্কুশ হাজরার ( Ankush Hazra ) ইনস্টাগ্রাম ( Instagram ) প্রোফাইলে ভেসে এল এক হাহাকার ভরা পোস্ট। পোস্টটি ছিল তার বান্ধবী ঐন্দ্রিলা সেনের ( Oindrila Sen ) জন্য। অভিনেতার অভিযোগ তার প্রেমিকা ঐন্দ্রিলা নাকি বদলে গিয়েছেন। তাহলে কি এবার এগারো বছরের সম্পর্কের সমীকরণ বদলে গেল? নাকি ঘটেছে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ?

ভাবছেন ব্যাপারটা কি? আসলে অভিনেতার আফসোস তার প্রেমিকা নাকি বদলে গিয়েছেন। বদলে গিয়েছে তার রোজকারের নানা অভ্যেস। আগে ঐন্দ্রিলার সঙ্গে যা যা করতেন তার অনেক কিছু এখন ইচ্ছে থাকলেও আর করতে পারেন না তিনি। এদিন ইন্সটাগ্রামে অঙ্কুষ ঐন্দ্রিলার পুরোনো ও নতুন একটি ছবি কোলাজ করে পোস্ট করেন। যাতে পরিষ্কার দেখা যাচ্ছে ধারাবাহিকে সকলের পরিচিত ভরাট মুখ, লম্বা চুলের ঐন্দ্রিলা এখন সম্পূর্ণ মেদহীন, ছিপছিপে। উধাও হয়েছে ডাবল চিন। জ-লাইনও এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে।

oindrila sen before and after
সব মিলিয়ে চেহারায় ফিটনেস দৃশ্যমান অভিনেত্রীর চেহারায়ে। ছবির ক্যাপশনে এক প্রকার আক্ষেপ করেই অঙ্কুষ লেখেন, ‘ইশ আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেলো। অনেক চেষ্টা করছি চকোলেট, ফাস্ট ফুড মিষ্টি আর আরও অনেক কিছু ওর মুখে দেওয়ার। আমার পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চাই। লেখার সাথে কতোগুলো দুঃখের ইমোজি। এই পোস্টটির দরুন এইটা এই জুটির ভক্তদের কাছে স্পষ্ট যে অঙ্কুশের পছন্দ ছিল ওই ‘গোলুমোলু’ ঐন্দ্রিলাকেই।

আর পড়ুনঃ নতুন অনুষ্ঠানের জেরে বন্ধের মুখে ‛কপিল শর্মা শো’! দুঃখে কাঁদো কাঁদো কপিল অনুরাগীরা

কিন্ত যাকে নিয়ে এতো হৈচৈ সে কি বলছে? তিনি কি চান আবার পুরনো চেহারায় ফিরে যেতে? না আগের আকারে ফিরতে নারাজ অভিনেত্রী ঐন্দ্রিলা ( Oindrila Sen )। তিনি নাকি ডায়েট করছেন পুরোদস্তুর রুটিন মেনেই। শুধু অঙ্কুষই ( Ankush Hazra ) না, তাদের আরেক ঘনিষ্ট মহলের বন্ধু পূজা বন্দ্যোপাধ্যায়ও ( Puja Banerjee ) নাকি মিস করছেন সেই ‘টেডি বিয়ার’ ঐন্দ্রিলা সেনকে।

তবে ধারাবাহিকের ‘ফাগুন বউ’ ( Fagun Bou ) কেনই বা এই রোগা ছিপছিপে চেহারার লাস্যময়ী রূপধারণ ঐন্দ্রিলার? সূত্রের খবর খুব শীঘ্রই তিনি ডেবিউ ( Debut ) করছেন বড় পর্দায়ে ( Tollywood )। ছবির নাম ‘রঙ্গিন গোধূলি’ (Rangeen Godhuli )। আর চরিত্রের প্রয়োজনেই অভিনেত্রীকে নিজেকে পারফেক্ট রাখতেই হবে। কারণ সামনেই রয়েছে ছবির শুটিং। প্রপার ডায়েট মেনে নিজের চেহারা ধরে রাখতে চান তিনি।

আর পড়ুনঃ পর্দা এবং বাস্তবে দুর্দান্ত রোমান্সের মাধ্যমে জিতেছেন দর্শকদের মন, রইল এমন ৬ ধারাবাহিক জুটির পরিচয়




Leave a Reply

Back to top button