সিরিয়াল দেখেই খুন? পল্লবী কান্ডে ফের জট! পুলিশের দেওয়া তথ্য মানতে নারাজ ভক্তমহল

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের অন্যতম প্রতিষ্ঠান টলিউডে এক গভীর বিষন্নতার ছায়া এসে পড়েছে। আর এই ছায়ার অন্যতম কারণ হল টলিউডের তরুণ অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey)। চলতি মাসের গত ১৫ ই মে শহর কলকাতার গরফা সংলগ্ন এলাকার এক আবাসন থেকে উদ্ধার করা হয়েছিল টেলি দুনিয়ার এই তরুণ অভিনেত্রীর ঝুলন্ত মৃত দেহ। তরুণ অভিনেত্রীর এই করুণ পরিণতিতে রীতিমতো দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা টলিউড তথা অভিনেত্রী সহ কর্মীবৃন্দ।

জানা গিয়েছিল, মৃত্যুর দুদিন আগে অর্থাৎ গত ১২ ই মে শেষ বারের মতো শ্যুটিংয়ের সেটে গিয়েছিলেন এই অভিনেত্রী। আর রবিবার সকাল সকাল এই পরিনতি ঘটালেন অভিনেত্রী। শোনা গিয়েছিল, অভিনেত্রীর এই দুর্ঘটনার খবর শোনা মাত্রই বাংলা ধারাবাহিক মন মানে না (Mon Mane Na)এর শ্যুটিং সেইদিনকের মতো বন্ধ করে দেওয়া হয়। তার এই করুণ পরিণতির জন্য পুলিশি তদন্তের দাবি তুলেছেন অভিনেত্রীর সহ কর্মী থেকে পরিবারের সদস্য সকলেই। এমনকি একই দাবিতে সরব হয়েছেন তার অনুরাগী মহলের একাংশ।

25c51

আরও পড়ুন ….চার বছর পর প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাশ! টলিপাড়ায় শুরু জোর আলোচনা
আরও পড়ুন ….বৌ বিদায় হতেই পরিবারে আনলেন নতুন সদস্য, এবার কিনবেন বাড়ি

যার দরুন ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)কে। কিন্তু এরই মধ্যে অভিনেত্রীর মৃত্যু তদন্তে উত্থাপিত হল এক নতুন তথ্য। জানা গিয়েছে, অভিনেত্রী পল্লবী দে আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। আর এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। অনেকেরই বক্তব্য, তিনি তো আত্মহত্যা করেছেন, এমনকি ময়না তদন্তও কোনও ক্ষত চিহ্ন মেলেনি। তবে এই তথ্য কোথা থেকে উত্থাপিত হল।

25c53

আরও পড়ুন ….মুক্তির পরেই শুরু বিতর্ক! ওড়না না থাকায় নেটপাড়ায় সমালোচিত খেলনাবাড়ির ‘মিতুল’

জানা গিয়েছে, এই খুন করা তথ্যটি উত্থাপিত হয়েছে অভিনেত্রীর অভিনিত ধারাবাহিক ‘মন মানে না’ থেকে। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছিল ধারাবাহিক প্রযোজনা সংস্থার কপালে। তার রীতিমতো ঠিক করতে ব্যর্থ ছিলেন, অভিনেত্রী পল্লবীর জায়গায় অন্য কোনও মুখ আনবেন নাকি কোনও দুর্ঘটনার রূপ দিয়ে গল্পের ধারায় দাঁড়ি টানবেন। শেষমেশ ধারাবাহিকে অভিনেত্রীকে গুলি করে হত্যার ঘটনা প্রকাশ করা হয়েছে। যদিও এই দৃশ্যের পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্তের সম্মুখীন হয়ে দৃশ্যের সমস্ত বিবরণ দিতে হয়েছে ধারাবাহিকের অন্যান্য সহ-অভিনেতা সমেত পরিচালক এবং প্রযোজক সকলকেই। যদিও এই ঘটনাকে কিছুতেই ভূলতে পারছেন না দর্শক ও অভিনেত্রীর অনুরাগী মহল।




Leave a Reply

Back to top button