প্রিয়াঙ্কা সরকারের পিঠে রহস্যজনক ‘A’ ট্যাটু! চুপিচুপি কী বোঝাতে চাইলেন অভিনেত্রী?
প্রিয়াঙ্কা সরকারের ফটোশ্যুটে ভাইরাল ছবি। নতুন ট্যাটুতে ইঙ্গিত দিলেন তিনি...

পূর্বাশা, হুগলি: টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarcar)। পরপর বেশ কিছু প্রজেক্ট নিয়ে ইতিমধ্যে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। তবে তার মাঝেও দর্শকদের জন্য চমক নিয়ে হাজির অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক ফটোশ্যুটের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধূসর পোশাকে ঝরে পড়ছে তাঁর লাবণ্য। আর ব্যাকলেস পিঠে নজর পড়ছে ইংরেজি হরফের ‘A’।
কিছুদিন আগেই পিঠে নতুন ট্যাটু এঁকেছেন প্রিয়াঙ্কা
সরকার। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে
টলিপাড়ায়। কেউ কেউ বলছেন এই ট্যাটুতেই লুকিয়ে রয়েছে বিশেষ ইঙ্গিত। আবার কারোর মতে বিশেষ কোনো মানুষকে চিহ্নিত করতে আঁকা হয়েছে ‘A’ ট্যাটু। তবে একদল অনুরাগীর মত কিন্তু ভিন্ন। তাঁরা এই ট্যাটুর সঙ্গে ‘অ্যাভেনজার্সের’ যোগ পেয়েছেন। তাঁদের মতে, অভিনেত্রী নিশ্চয়ই ‘অ্যাভেনজার্স’ লাভার। তাই পিঠে এঁকেছেন ‘A’ লোগো।
প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। রুপোলি
ধূসর মায়ায় উজ্জ্বলতা ছড়িয়েছেন সোশ্যালে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছে, রাহুলের সঙ্গে দাম্পত্য সমস্যা মিটিয়ে এবার এক ছাদের তলায় ঘর বাঁধতে চলেছেন প্রিয়াঙ্কা। ‘সহজের’ হাত
ধরে দাম্পত্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা।