১) গৌরব-ঋদ্ধিমার কোল আলো করে আসছে নতুন সদস্য। ঘনিষ্ঠ বৃত্তে পালিত হল সাধের অনুষ্ঠান।
1/5
২) গোলাপি রঙের শাড়ি ও সোনার গয়নায় অপরূপা হয়ে উঠেছিলেন ‘নতুন মা’ ঋদ্ধিমা। সঙ্গে মানানসই গোলাপি পাঞ্জাবিতে সেজেছিলেন হবু বাবা গৌরব চক্রবর্তী।
2/5
৩) এদিন সাধের অনুষ্ঠানে নিজের প্রয়াত মায়ের ছবি আঁকড়েই খেতে বসলেন ঋদ্ধিমা। আশেপাশে রইলেন দুই বাড়ির আত্মীয়, পরাজনেরা। ছিলেন ইন্ডাস্ট্রির বন্ধুরাও। একসঙ্গে ছবি তুলে পোস্ট করলেন অভিনেত্রী।
3/5
৪) নিয়ম মেনে কাঁসার থালায় পঞ্চব্যঞ্জনে আহার সারলেন অভিনেত্রী। মেনুতে ছিল ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, বাসন্তী পোলাও, রকমারি মাছ-মাংস, মাছের মুড়ো দিয়ে রাঁধা তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি, ও দই। তৃপ্তি করে খেলেন হবু মা।
4/5
৫) বাংলার নববর্ষের দিন নতুন সন্তান আসার খবর জানিয়েছেন গৌরব ঘরণী ঋদ্ধিমা। জানা যাচ্ছে, এই মাসেই তাঁদের পরিবারে আসতে চলেছে ছোট্ট সন্তান।