“আমার নতুন ভালোবাসা…!” শরতের তিলোত্তমায় চালকের আসনে ঋতুপর্ণা! সঙ্গী হলেন কে?
চালকের আসনে বসলেন স্বয়ং 'ঋতুপর্ণা'! শরতের তিলোত্তমায় কোথায় পাড়ি জমালেন তিনি?

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সদ্য ‘দাবাড়ু’ ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। সামনে আরও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকবেন অভিনেত্রী। তার মাঝেই এবার নিজের ‘শখের’ কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। গাড়ির চালকের আসনে বসা তাঁর ছবি নিয়ে আলোচনা শুরু হল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। গাড়ির চালকের আসনে বসে হাসিমুখে ধরা দিয়েছেন ফ্রেমে। এর সঙ্গে তিনি লিখেছেন ‘আমার নতুন খুঁজে পাওয়া ভালবাসা’। ব্যস্ত তিলোত্তমায় যে তিনি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাও ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী। পোস্টের সঙ্গে ঋতুপর্ণা জানিয়েছেন যে তাঁর আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স রয়েছে। ফলে এমনি এমনি নয় বরং দক্ষ হাতেই স্টিয়ারিং ম্যানেজ করতে পারেন অভিনেত্রী।
ঋতুপর্ণার এই গুনটির কথা এতদিন জানতেন না তাঁর অনেক অনুরাগী। তবে অভিনয়ের পাশাপাশি যে অন্যদিকেও ঋতুপর্ণার জুড়ি মেলা ভার তা এবার বোঝালেন তিনি। ভালোবাসার শহরে উড়ে বেড়াতে একাই একশো ঋতুপর্ণা। তা সে অনস্ক্রিন হোক কী অফস্ক্রিনে।