পুজোয় পাশাপাশি দেখা যাবে রোহন-প্রেরণাকে! লাল শাড়িতে মাত দেবেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী
পুজোর মরশুমে জুটি বাঁধলেন রোহন-প্রেরণা! শারদীয়ার সাজে রইল নতুন চমক

পূর্বাশা, হুগলি: কিছুদিনের মধ্যেই নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন রোহন ভট্টাচার্য। অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে জুটি বেঁধে আসছে তাঁর নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’। অন্যদিকে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। এবার এই দুজনকে দেখা যাবে জুটিতে। পুজোর মরশুমে জুটি বাঁধতে চলেছেন রোহন-প্রেরণা।
নতুন এই অ্যালবামের নাম ‘মেতে উঠুক নতুন করে এই পুজোর মরশুম’। অ্যালবামে গান গেয়েছেন শোভন গাঙ্গুলী। পুজোর মরশুমে আনন্দ ছুঁয়ে শ্রোতাদের প্রাণে ফুটে উঠবে এই গান। সম্প্রতি গানটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। আর কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ গানটি প্রকাশ পাবে বলেই জানা যাচ্ছে।
একদিকে মিউজিক ভিডিও অন্যদিকে নতুন ধারাবাহিকের কাজ, সবমিলিয়ে এখন বেশ ব্যস্ত অভিনেতা রোহন। প্রেরণার সঙ্গে তাঁকে জুটিতে দেখে বেশ খুশি অনুরাগীরা। নয়া ধারাবাহিকের প্রোমো থেকেই বোঝা যাচ্ছে, একদম অন্য ধারার সিরিয়াল হবে এটি। নিজের নতুন কাজ নিয়ে বেশ আশাবাদী অভিনেতা রোহন।