বাংলাদেশি ছবি থেকে বাদ পড়লেন সায়ন্তিকা! প্রযোজকের কথায় “ওর সঙ্গে আর কাজ নয়”!

প্রযোজকের সঙ্গে বিবাদ! ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী সায়ন্তিকা।

পূর্বাশা, হুগলি: বাংলাদেশি ছবি থেকে বাদ পড়লেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। সদ্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী। আর প্রথমেই শুরু বিতর্ক। ঢালিউডের আসন্ন ছবি ‘ছায়াবাজির’ প্রযোজকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার ফলে শুরু হয়েছিল বিতর্ক। আর এবার সরাসরি বাতিল হলেন অভিনেত্রী সায়ন্তিকা।

Movie,Upcoming Movie,Bangladesi Movie,Sayantika Bannerjee

ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, গত অগাস্ট মাসে ‘ছায়াবাজি’ ছবির অভিনয়ের জন্য ঢাকায় পৌছন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান নায়ক জায়েদ খান। বাংলাদেশের
কক্সবাজারে চলে শ্যুটিং। আর সেখানেই শুরু বিতর্ক। জানা যায়, শ্যুটিং ফ্লোরে বিবাদে জড়িয়ে এমন জটিলতা সৃষ্টি হয় যে শ্যুটিং না শেষ করেই কলকাতায় ফিরে আসেন সায়ন্তিকা।

Movie,Upcoming Movie,Bangladesi Movie,Sayantika Bannerjee

তারপর বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছিল। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে নীরবতা ভাঙলেন প্রযোজক। তিনি জানান, প্রযোজকের বিরুদ্ধে যে হারে মিথ্যাচার করেছেন সায়ন্তিকা, তাতে তাঁর সঙ্গে কাজ করা আর সম্ভব নয়। এ ছবির কাজ হলে তা সায়ন্তিকাকে বাদ দিয়েই হবে বলে জানান ছবির প্রযোজক।




Leave a Reply

Back to top button