লাল পাড় শাড়িতে দন্ডি কাটছেন ‘রাঙা বউ’ শ্রুতি! অদেখা ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ভিড়ে ঠাসা পথে দন্ডি কাটলেন শ্রুতি দাস! ভিডিয়ো দেখে মোহিত অনুরাগীরা

পূর্বাশা, হুগলি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’-এর কেন্দ্রীয় চরিত্র শ্রুতি দাস। ঘরোয়া,
প্রতিবাদী নারীর চরিত্রে দর্শকদের রীতিমতো ঘরের
মানুষ হয়ে উঠেছেন শ্রুতি। টিআরপি টক্করেও বারংবার মাত দিচ্ছে ‘রাঙা বউ’। অন্যদিকে স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর বিবাহিত জীবন বেশ উঠভোগ করছেন শ্রুতি নিজে। কাজ ও
সংসার সামলে বেশ ভালোই রয়েছেন তিনি। এর মধ্যে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, লাল পাড় শাড়ি পরে দন্ডি কাটছেন শ্রুতি। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শ্রুতির প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা।
ভিডিয়োটি পোস্ট করে শ্রুতি লিখেছেন, বেলা ১০ টা থেকে ১২ টা প্রখর সূর্যতাপে শ্যুট করা হয়েছে সিন টি। সিনটি ক্যামেরাবন্দি করেছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ‘রাঙা বউ’ সিরিয়ালের একটি এপিসোডের জন্য সিন টি শ্যুট করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, এক বালতি জলে স্নান সেরে দন্ডি কাটছেন শ্রুতি। আশেপাশে হাঁটাচলা করছেন সাধারণ মানুষজন।
শ্রুতি ক্যাপশনে লিখেছেন ‘মাইলস টু গো বিফোর আই স্লিপ’। অর্থাৎ যত কঠিন পথই হোক না কেন স্বপ্ন দেখতে পিছপা হবেন না অভিনেত্রী। ‘রাঙা বউ’
ও পাখিকে আরও ভালোবাসা দিতে ও তাঁর পাশে থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন দর্শকদের।