আবার ধারাবাহিকে কামব্যাক করছেন ‘এক্কা দোক্কার’ সোনামণি? ‘নতুন’ সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
নতুন মেগা নিয়ে স্টার জলসায় ফিরছেন সোনামণি! জানালেন অনুরাগীদের

পূর্বাশা, হুগলি: প্রায় শেষ পর্বে পৌছে গিয়েছে স্টার
জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেত্রী সোনামণি সাহা ও অভিনেতা প্রতীক সেন। কিন্তু টিআরপির দৌড়ে কার্যত পিছিয়ে ছিল এই ধারাবাহিক। তাই জায়গা বদলের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। পরপর মেগাতে কাজ করেছেন অভিনেত্রী সোনামণি। এর পাশাপাশি ওয়েবসিরিজেও হাতেখড়ি হয়েছে তাঁর।
‘এক্কা দোক্কার’ পরে কি ফের পর্দায় ফিরবেন? জল্পনা মেটালেন সোনামণি।
সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন,
চারিদিকের রটনা সম্পর্কে ঠিক অবহিত নন তিনি। মেগাতে ফেরার পরিকল্পনাও নেই তাঁর। বরং মি টাইম কাটাতে এবার মন দিয়েছেন সোনামণি সাহা। বেশ কিছু হিট ধারাবাহিক যেমন, ‘দেবী চৌধুরানী’ ও ‘মোহর’ ধারাবাহিকের মুখ ছিলেন তিনি। এখন তাঁর ব্যস্ততা পুজো শ্যুটকে কেন্দ্র করে। মেগাতে ফেরার সিদ্ধান্তে সম্মতি নেই তাঁর।
প্রসঙ্গত, স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের জায়গা নিয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত নতুন
ধারাবাহিক ‘জল থৈ থৈ ভালোবাসা’। নতুন এই ধারাবাহিক শোনাবে বেঁচে থাকার গল্প। তবে সাক্ষাৎকারে অভিনেত্রী সোনামণি জানিয়েছেন, বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে জানাবেন তিনি।