‛এবার কি তবে নিজেকেই খেয়ে নেব নাকি..!’ কোন কারণে এরকম বলল সকলের প্রিয় মিঠাইরাণী

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা তথা বাঙালি টেলিভিশন দর্শকদের মধ্যে এক অভূতপূর্ব উন্মাদনা নজরে এসেছে। যার অন্যতম কারণ হল, টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) ‘মিঠাই’ (Mithai)। ইদানিং, এই সপ্তাহের প্রকাশিত ‘টিআরপি তালিকা’ অনুযায়ী ফের একবার শীর্ষ স্থান অর্জন করেছে ‘মিঠাই’ (Mithai)। জানা গিয়েছে, এই জনপ্রিয় বাংলা ধারাবাহিকটি এই নিয়ে সর্বমোট ৫০ বার বাংলা টেলিভিশন জগতের সেরা ধারাবাহিকের তকমা অর্জন করল। অতএব বোঝাই যাচ্ছে যে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কতখানি।

তবে শুধু মাত্র ধারাবাহিক নয়, তার সঙ্গে সঙ্গে বাংলা টেলিভিশন দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় একদম শীর্ষ স্থানে উঠে এসেছে মিঠাই ধারাবাহিক ধারাবাহিকের মূখ্য চরিত্র ‘মিঠাইরানি’ (Mithai) ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশনে পর্দার সঙ্গে সঙ্গে নেট দুনিয়াতেও অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু-কে কেন্দ্র করে দর্শকদের মাঝে ভীষণ রকমের উম্মাদনা দেখা দিয়েছে। এমনকি সম্প্রতি টলিউডের সুপারস্টার ‘দেব’-ও প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিঠাই তার চেয়েও বেশি জনপ্রিয়’। যার পর স্বাভাবিক ভাবেই মিঠাই এবং তার অনুরাগীদের মুখে দেখা গিয়েছে এক চওড়া হাসি।

17v22

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু-র একটি পোস্ট দেখে রীতিমতো আলোচনায় সরগরম হয়ে উঠেছে তার অনুরাগী মহল। কিন্তু কী এমন পোস্ট করা হল যার দরুন নেট দুনিয়ায় এই ধরনের পরিবেশ তৈরি হল? জানা গিয়েছে, সম্প্রতি নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় সম্প্রচার মাধ্যম ‘জি-ফাইভ’ এর তরফে সোশ্যাল মিডিয়াতে একটি মজাদার পোস্ট করা হয়। সেখানে জি-ফাইভ এর তরফে প্রশ্ন করে বলা হয়, কোন খাবারের সঙ্গে আপনি মিঠাই- কে তুলনা করতে চান।

17c23

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার ওই পোস্টের ক্যাপশনে দেওয়া ছিল, ‘ওপর থেকে মুচমুচে, ভিতর থেকে নরম, শত্রুদের কাছে রাম ঝাল, উচ্ছেবাবুর কাছে মিষ্টি’। যদিও এর সঙ্গে উল্লেখ করা ছিল সকলের লোভনীয় পদ ‘দই ফুচকার’ নাম। সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট দেখা মাত্র নিজেকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী। জি-ফাইভ এর তরফে করা ওই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন অভিনেত্রী। এমনকি, মজার ছলে ওই পোস্টের কমেন্ট বক্সে লিখলেন, ‘দই ফুচকা আমারও খুব প্রিয়।’ অভিনেত্রীর মজাদার মন্তব্য দেখা পর হেঁসে লুটোপুটি খেলেন তার অনুরাগী মহল। এমনকি অনেকে আবার কমেন্ট বক্সে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু-কে রসগোল্লা, আবার কেউ চমচমের সঙ্গে তুলনা করলেন। যদিও এই উৎসাহ দেখার পর স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, ধারাবাহিক মিঠাই এবং তার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু-কে নিয়ে বেশ উচ্ছসিত টেলিভিশনে দর্শক মন্ডলি।




Leave a Reply

Back to top button