বাবা লোকনাথের আরাধনায় মগ্ন মিঠাই! কাজের চাপে বাদ পড়েনি ভক্তির পাঠ, রইল ভিডিও

মন্টি শীল, কলকাতা : বিনোদন জগৎ, অর্থাৎ আলোচনার এক এবং অন্যতম অঙ্গ। প্রায় প্রতিনিয়ত অসংখ্য টেলিভিশন দর্শক, ভক্ত, অনুরাগী মহল এই বিনোদন জগত এবং তার সঙ্গে যুক্ত কলাকুশলীদের কেন্দ্র করে আলোচনায় মগ্ন রয়েছেন। তবে সম্প্রতি কোনও টলিউড তারকা যদি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে থাকে তাহলে তার নাম টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী মিঠাই (Mithai) ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha kundu)। দর্শক মহলে এই টেলিভিশন অভিনেত্রীর জনপ্রিয়তা অভাবনীয়। আর দর্শক থেকে শুরু করে নেট দুনিয়ার বাসিন্দারা উৎসাহের সঙ্গে বসে থাকেন অভিনেত্রীর সম্পর্কে জানার জন্য।
সম্প্রতি মুক্তি পাওয়ার টিআরপি তালিকা সহ জি বাংলার জামাই ষষ্ঠী পর্ব নিয়ে দর্শকদের মধ্যে বেশ চর্চায় ছিল সকলের প্রিয় মিঠাই রানী। কিন্তু এইবার মিঠাই (Mithai) ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha kundu) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল ‘বাবা লোকনাথের’ (Baba Loknath) আরাধনা করে। গত শুক্রবার গিয়েছে বাবা লোকনাথ এর তিরোধান দিবস। আর এই তিরোধান দিবসের দিনে হাজারো ব্যস্ততার মধ্যেও বাবা লোকনাথকে নিষ্ঠা ভরে পুজো দিলেন অভিনেত্রী। দিলেন বাবা লোকনাথ এর বিশেষ ভোগ, শ্রদ্ধার সঙ্গে চাইলেন আশীর্বাদ।
সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই অভিনেত্রীর এই প্রার্থনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সৌমিতৃষাকে দেখা গিয়েছে, একটি গোলাপি রঙের মানানসই পোশাক পরে বাবা লোকনাথের আরাধনা করছেন। তবে শুধুমাত্র ভিডিও নয়, ভাইরাল ভিডিওর ক্যাপশনে ফুটে উঠেছে অভিনেত্রীর শ্রদ্ধা, ভক্তি। অভিনেত্রীর এই ভিডিও দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন তার অনুরাগীদের একাংশ। এমনকি বিভিন্ন রকমের কমেন্টও এসেছে এই ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে।
View this post on Instagram
সাধারণত, মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha kundu) ভীষণ রকম ভাবে গোপাল দেব- এর ভক্ত। শুধুমাত্র ধারাবাহিক নয়, ব্যক্তিগত জীবনেও তিনি গোপালের সেবা করে থাকেন বলে জানা গিয়েছে। যদিও এই শ্রদ্ধা নিবেদনের একটা ছোট্ট ঝলক টেলিভিশনের পর্দায় দেখেছেন দর্শকরা। শোনা যায়, অভিনেত্রী কাজে বেরোনোর আগে নিয়ম করে গোপালের সেবা করে বেরোন। এমনকি শ্যুটিংয়ের ফাঁকেও তিনি গোপালের সেবা করে থাকেন বলে জানা গিয়েছে। কিন্তু অনেকেরই মতে, হাসি হুল্লোরের মেতে থাকা একজন অভিনেত্রী এমন ভাবে দেবতার ভক্ত হতে পারেন তা আজকের সময়ে দাড়িয়ে অভাবনীয়। অভিনেত্রীর ভিডিও দেখার পর অনেক নেটিজেন মন্তব্য করেছেন, এটাও কি ধারাবাহিকের মত একটি নতুন টুইস্ট। তবে অভিনেত্রীর এই প্রার্থনার ভিডিও দেখার পর অনুরাগী মহল যে আপ্লুত তা বলাই যায়।