হলুদে হিল্লোল তুললেন সৌমিতৃষা ‘মিঠাই’! সোশ্যালে আছড়ে পড়ল অনুরাগীদের ঢেউ
ডিপনেক হলুদ অফশোল্ডার টপে নজরকাড়া 'মিঠাই রানি'! তাঁর থেকে চোখ ফেরানোই দায়

পূর্বাশা, হুগলি: সদ্য সমাপ্ত হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সৌমিতৃষা তথা ‘মিঠাই রানি’ এখন বড় পর্দার হিরোইন। ধারাবাহিকের গন্ডি টপকে অভিনেতা দেবের পরবর্তী ছবি ‘প্রধানের’ নায়িকা তিনি। ‘মিঠাই’ ধারাবাহিকের সৌমিতৃষা সবসময় শাড়ি পরে থাকলেও এখন তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। হলুদ পোষাক পরা সৌমিতৃষার একটি ছবি আগুন ঝরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি বেশ কিছু ছবি নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। যেখানে তাঁর হলুদ রঙা অফ শোল্ডার ক্রপ টপে নজর থেমেছে দর্শকদের। ছবিতে মিঠাইয়ের উন্মুক্ত পিঠ ও ডিপনেক বাড়িয়ে উষ্ণতা। এর পাশাপাশি কার্লি হেয়ার ও জাঙ্ক জুয়েলারিতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন অভিনেত্রী।
সৌমিতৃষার সাম্প্রতিক ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় আসতেই আছড়ে পড়েছে অনুরাগীদের ঢেউ। হলুদ পোষাকে সৌমিতৃষার ছবি মুহুর্তে ভাইরাল। ব্যস্ততার খাতিরে সবসময় অ্যাক্টিভ না থাকলেও সোশ্যাল মিডিয়ার রানি তিনি সৌমিতৃষা। অনুরাগিরা বলছেন, ইন্দো-ওয়েস্টার্ন সাজে অভিনেত্রীর ছবির থেকে চোখ ফেরানোই দায়।