১) ‘মিঠাই’ সিরিয়ালের পর থেকেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
২) দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। আসছে তাঁর ছবি ‘প্রধান’।
৩) ছবির শ্যুটিংয়ের জন্য পাহাড়ি এলাকায় পৌছে গিয়েছিলেন সৌমিতৃষা। সেখানেই একটি ভিডিয়ো তে রিল বানান তিনি।
৪) ভিডিয়োতে একটি নীল সাদা শিফন শাড়ি আর খোলা চুলে নেচে উঠলেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজল বলিউড সঙ।
৫) অভিনেত্রী জানিয়েছেন শ্রীদেবী তাঁর আইডল। তিনিই তাঁর অনুপ্রেরণা। শ্রীদেবীর মতোই একদিন খ্যাতনামা অভিনেত্রী হতে চান মিঠাই রানী।
Follow us on
Back to top button