ছবিতে শেকলবন্দি বেজি, আইনি ফ্যাসাদে জড়ালেন শ্রাবন্তী, যেতে পারেন শ্রীঘরে

প্রিয়া ধর,কলকাতাঃ টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee )। অভিনেত্রীর রুপ ও গুনের কদর ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়। মাঝে মাঝেই বিতর্কের খাতিরে সংবাদের শীর্ষে উঠে আসেন এই অভিনেত্রী। বিয়ে থেকে বিচ্ছেদ সবেতেই নাম জড়িয়েছেন এই অভিনেত্রী। রাজনীতিতেও নাম জড়িয়ে বহু বিতর্কের মধ্যমণি ছিলেন এই অভিনেত্রী ( Tollywood Actress )।
আরও পড়ুন…………‘নিজের ডানা কাটুন’, হরনাজ সান্ধুর মন্তব্যে শোরগোল
সম্প্রতি টলিউডের এই অভিনেত্রী আবারও শিরনামের শীর্ষে উঠে এসেছেন নিজের ছোট্ট একটি ভুলের জন্য। কিছুদিন আগেই অভিনেত্রী শুটিং এর সেট থেকে শেকলবন্দী একটি বেজির সাথে নিজের ছবি শেয়ার করেন। বেজির সঙ্গে অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় আইনি বিপাক। বন্যপ্রাণীর গলায় শেকল বেঁধে ছবি তোলার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়,সূত্র মারফত জানা গেছে যে, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের ( Wildlife Crime Control Cell ) থেকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। অভিনেত্রীকে ( Bengali Actress ) এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ কয়েক দফায় এই জেরা পর্ব চলবে। এর মধ্যে এক দফা জিজ্ঞাসাবাদ শেষ। আধিকারিকরা সন্তুষ্ট নয়। তাই পরবর্তী জেরায় ফের উপস্থিত থাকবেন অভিনেত্রী। অভিনেত্রী জানান যে তিনি নির্দোষ। তিনি জানান যে,ঐ বেজি ছানাটিকে শুটিং এর সেটে নিয়ে গেছে অভিনেত্রীর বর্তমান প্রযোজনা সংস্থার ড্রাইভার ভরত। তিনি ঐ বেজিটিকে গলায় শেকল পড়িয়ে সেটে নিয়ে আসেন।

আরও পড়ুন…………‘আর আর আর’ ঝড়ে টিকিটের দাম চড়েছে, ছবির মুক্তিতেই বাজিমাত
অভিনেত্রীর ( Bengali actor Srabanti Chatterjee ) বক্তব্য অনুযায়ী, এত সুন্দর ও মিষ্টি এই ছানাটিকে দেখে তিনি আর আদর করার লোভ সামলাতে পারেননি। তৎক্ষণাৎ বেজীটিকে নিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন তিনি। আর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নেটিজেনদের নিন্দার ঝড়। অনেকেই বলতে থাকেন পাবলিক ফিগার হয়েও কি করে এমন কাজ তিনি করতে পারেন। তখন এই বিষয়টি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের চোখে পড়ে। তারা নড়ে চড়ে বসে।
এর মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ভরতকে। তাকে ( Srabanti Chatterjee BJP ) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে শেকলবন্দী বেজিটি। চলতি বছরের জানুয়ারি মাসেই অভিনেত্রী এই বিপাকে জড়িয়ে পড়েন। অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনি এক প্রকারভাবে জানতেন না এই আইনের কথা। এছাড়াও তিনি দুঃখ প্রকাশ করেছেন নিজের ভুলের জন্য।