অভিনেত্রী নাকি ইয়ে? শ্রীলেখার পোস্ট ঘিরে নেটিজেনদের তীব্র কটাক্ষ

মন্টি শীল, কলকাতা : টলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম পরিচিত দুনিয়া। সচরাচর টেলিভিশনের দর্শক থেকে শুরু করে আম জনতা সকলের মধ্যেই বিনোদনের এই বিশেষ দুনিয়াকে কেন্দ্র করে বিশেষ উৎসাহ এবং উম্মাদনা চোখে পড়ে। তবে এই উম্মাদনা শুধুমাত্র টেলিভিশনের ধারাবাহিক (Television Serial) অথবা বাংলা সিনেমাই (Bengali Cinema) নয়। তাদের উৎসাহের অন্যতম বিষয় হল টলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন-যাপন। তাঁরা সাধারণত দিনভর তাদের প্রিয় টলি তারকাদের নিয়ে রকমারি আলোচনা নিয়ে মত্ত থাকেন।

আর এই বহুল আলোচিত টলিউড তারকাদের মধ্যে একজন অন্যতম নাম হল অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। টেলিভিশন দুনিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া (Social Media) প্রায় সর্বত্রই এই জনপ্রিয় অভিনেত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে চর্চিত। তবে ইদানিং এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে চর্চায় রয়েছেন তার অবাক করে দেওয়া কিছু পোস্ট করার দরুন। অভিনেত্রীর বিতর্কত পোস্টের দরুন বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হয়েছেন। এমনকি কমেন্ট বক্স ভরে গিয়েছে বিভিন্ন ধরনের অশালীন, অমানবিক মন্তব্যে।

18c62

তবুও পিছু হটেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি এই সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্যের ধার না ধরে সোশ্যাল মিডিয়া (Social Madia) জুড়ে করে গিয়েছেন একের পর এক পোস্ট। যার এক ছোট্ট নিদর্শন পাওয়া গেল এইদিনও। অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) সম্প্রতি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে সাধারণ ওয়েস্টার্ন লুক-এ। ভিডিওর ব্যাকগ্রাউন্ড জুড়ে বেজে চলেছে মধুর ধ্বনি এবং অভিনেত্রী বৃষ্টি ভেজা রাস্তার ওপার থেকে এই পাড়ে আসছেন।

18c63

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি দেখা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি আসতে শুরু করেছে নেটিজেনদের বিভিন্ন ধরনের মন্তব্য। তবে এইবার এক উল্খেযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে অভিনেত্রীর পোস্ট কে কেন্দ্র করে। সাধারণত শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-এর পোস্ট কে কেন্দ্র করে তীর্যক মন্তব্য করেন নেটিজেনরা। এই বারের করা পোস্টেও ছিল, তবে এইবার তীর্যক মন্তব্যে জায়গায় চলে এল কিছু ইতিবাচক মন্তব্য। যা দেখার পর অনেকেই অবাক হয়েছেন। শুরু হয়েছে বিভিন্ন মহলে আলোচনা। তবে একটা কথা পরিষ্কার অভিনেত্রীর শ্রীলেখা মিত্র বর্তমানে বিনোদনের জগৎ থেকে সাময়িক বিরতি নিলেও। তার করা পোস্ট নেটিজেনদের ঘুম উড়িয়ে দেবে তা বলাই যায়।




Leave a Reply

Back to top button