‘সোশ্যাল মিডিয়ার কোনো ট্রোলিং-এ কান দিই না’, সোশ্যাল মিডিয়ার কটূক্তি নিয়ে মন্তব্য স্বস্তিকা-র

মন্টি শীল, কলকাতা : বিনোদন জগত, অর্থাৎ একঝাঁক তারকা এবং একরাশ আলোচনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দরুন বিনোদন জগতের তারকারা জনসমক্ষে বেশ আলোচিত। কিছু উনিশ থেকে বিশ ঘটলেই শুরু হয়ে যায় বিতর্ক। তার মধ্যে হল তারকাদের পোশাক পরিধান, বা কোনও বিতর্কিত মন্তব্য প্রায় প্রতিনিয়তই এই বিতর্কের সম্মুখীন হতে হয় তাদের। এই বিতর্ক থেকে বাদ যান না টলিউড থেকে বলিউড। এমনই একজন জনপ্রিয় প্রথমসারির টলিউড অভিনেত্রীর নাম হল স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিরোনামে এসেছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। আর এর অন্যতম কারণ হল তার ড্রেসিং সেন্স এবং স্টাইল সেগমেন্ট। কিন্তু তার দিকে হাজারো কটূক্তি এলেও এই সমস্ত বিষয় নিয়ে কোনও দিন মাথা ঘামাতে দেখা যায়নি অভিনেত্রীকে। বরং ঠান্ডা মাথায় নিজের অভিনয় ক্যারিয়ার এবং নিজের ব্যক্তিগত জীবনটাকে উপভোগ করে চলেছেন।
আরও পড়ুন ….পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সুগভীর বক্ষ বিভাজিকা! ঋতাভরীর হটনেসে ঘেমে স্নান নেটিজেনরা
আরও পড়ুন ….নেই পল্লবী, থাকছে না চরিত্রও! অভিনেত্রীর মৃত্যুশোকে নতুন ভাবনা নিয়ে ‘মন মানে না’
তবে সম্প্রতি এই টলিউড অভিনেত্রীকে মন্তব্য করতে শোনা যায়, তার এই সমস্ত কটূক্তি নিয়ে ভাবার সময় নেই। তিনি তার সমস্ত কাজ বাদ দিয়ে এই সমস্ত কুমন্তব্য দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চাননা। তার আরও দাবি, মাঝে মাঝে একটু খারাপ লাগত, কিন্তু বর্তমানে সেই সমস্ত খারাপ লাগাকে বাদ দিয়ে শুধু ভালো টুকু গ্রহন করেন তিনি। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবরই পরিচিত তার স্পষ্ট বাদী চরিত্রের জন্য।
আরও পড়ুন ….আবির এবার বলিউডে! মুক্তি পেল টিজার, উল্লসিত বাঙালি
জানা গিয়েছে, তিনি কোনও দিন কাউকে কিছু বলতে ভয় করেননি। আর আগেও করবেন না। কিন্তু এই জল গড়ানোর মূল কারণ কী? জানা গিয়েছে সম্প্রতি এই টলিউড অভিনেত্রী একটি সবুজ রঙের পোশাক পরে তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। আর এই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভরে যায় একাধিক কটূক্তি ও অশালীন মন্তব্যে। তবে অনেকেরই মতে, হাজারো কটূক্তি বা অশালীন মন্তব্য আসুক না কেন, এই টলি অভিনেত্রী তার ধারা পাত কোনও দিন পাল্টাবেন না। বরং ভবিষ্যতে ফের একবার নতুন স্টাইল সেগমেন্ট নিয়ে হাজির হবেন সোশ্যাল মিডিয়াতে, তা আর বলতে বাকি থাকে না।