‘টলিউডের থেকে বলিউডে সম্মান বেশি’- বিস্ফোরক টোটো রায়চৌধুরী

প্রত্যুষা সরকার, কলকাতা: টলিউড থেকে টেলিভিশন বাংলা ইন্ডাস্ট্রি একজন অতন্ত্য জনপ্রিয় প্রতিভাবান একজিন অভিনেতা হলেন টোটা রায়চৌধুরী ( tota roy choudhury )। টলিউড পেরিয়ে এবার পা রেখেছেন বলিউডে। টলিউডের ‘ফেলুদা‘ ( feluda ) এবার ছোটপর্দা বা ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে সোজা বড়ো পর্দায়। বয়স বাড়লেও মনের বয়স কখনই বারে না। তাঁর ফিটনেস দেখলে রীতিমতো বয়সের সাথে ধকা হয়ে যায়। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া তার এক ইন্টারভিউ নিয়ে শুরু হয়েছে নানা রকম চর্চা।

অভিনেতার কাছে ‘ফেলুদা’ এর চরিত্রে অভিনয় করা ছিল এক স্বপ্নের মত। তবে ফেলুদা’র চরিত্রে অভিনয় করে যেন চাঁদ হাতে পেয়েছেন অভিনেতা ( tota roy choudhury )। যদিও এর আগে অনেকেই ফেলুদা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে গুটিকতক অভিনেতাকে ছাড়া বাকি অভিনেতারা মন ছুঁতে পারেনি দর্শকেদের। কিন্তু ‘ফেলুদা’ চরিত্রে টোটা রায়চৌধুরীকে আবার বাংলায় দর্শকদের বেশ পছন্দ। ইতিমধ্যেই ওয়েব সিরিজের দৌলতে ‘ফেলুদা’ হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। তবে এবার কোনও ছোটপর্দা বা ওটিটি নয় সোজা বড় পর্দার ‘ফেলুদা’ হচ্ছেন অভিনেতা টোটা।

img 20220503 194220

তবে এই ছবির আগে একাধিক একাধিক সিনেমা ও সিরিয়ালে কাজ করতে দেখা গেছে অভিনেতাকে। বিশেষ করে কয়েকদিন আগে শ্রীময়ী সিরিয়ালে ‘রোহিত সেন’ চরিত্রে অভিনয় দর্শকদের মন কেড়েছে ( tota roy choudhury )। তবে এবার প্রথমবার বড়পর্দায় ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেওয়ার জন্য পরিচালক সৃজিত মুখার্জীকে ধন্যবাদ জানাতে ভোলেননি টোটা।

img 20220503 194701

সদ্য দার্জিলিং থেকে শ্যুটিং করে ফিরেছেন। আপাতত কর্ণ জোহরের আপ কামিং ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করছেন তিনি। তবে জয়সালমীরে গিয়েও তাঁকে যেন ঘিরে রেখেছে ফেলুদা ( tota roy choudhury )। সেখানে গিয়ে ‘সোনার কেল্লা’-র (Sonar Kella) সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন তিনি।

img 20220503 194350

সম্প্রতি এক সংবাদমাধ্যম থেকে তাকে টলিউড না বলিউড দুই ইন্ডাস্ট্রিতে কাজের পর কোনটা তাঁর বেশি ভালো লাগল জিজ্ঞাসা করায় তিনি বলেন, টলিউডের তুলনায় অনেক বেশি সন্মান বলিউডে পেয়েছেন তিনি ( tota roy choudhury )। যদিও তিনি স্বীকার করেছেন অভিনয়ের যেটুকু শিখেছেন সেটা টলিউডের দৌলতেই শিখেছেন। তাই অভিনেতা জানান, বলতে খারাপ লাগছে ঠিকই তবে এটাই সত্যি যে বলিউডে সম্মানটা বেশি পাচ্ছেন তিনি।

আরও পড়ুন – মনুষ্যত্বই প্রকৃত ধর্ম, পবিত্র ঈদের মাসে মানুষের ক্লান্তি মেটাতে রাস্তার ধারে ফ্রিজ বসালেন তৌসিফ

তবে এটাই প্রথম নয় এর আগেও একাধিক বার টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। বলিউডে নাকি বেশি পারিশ্রমিকের লোভেই কাজ করতে যান তারকারা এমনই মনে করেন সকলে। তবে এই বিষয়ে টোটা ( tota roy choudhury ) জানান, বলিউডে নতুন মুখের চাহিদা বেড়েছে। এছাড়া টলিউডে স্বজনপোষণ নিয়েও সরব হয়েছিলেন টোটা রায় চৌধুরী। বলছিলেন, টলিউডে স্বজনপোষণ বহুদিন ধরেই রয়েছে।

আরও পড়ুন – ফের ঘর আলো হবে কোহলী পরিবারের, তবে আবার কী ছোট্ট শিশুর ডাক শুনবেন Anushka Sharma?




Leave a Reply

Back to top button