১) শুরু হয়েছে পুজোর কাউন্টডাউন। আর কিছু দিনের মধ্যেই ঢাকে পড়বে কাঠি। তার আগেই সংবাদমাধ্যমের সঙ্গে নিজের পুজোর প্ল্যান শেয়ার করে নিলেন অভিনেত্রী ঊষসী রায়।
1/5
২) পুজোর শহরে খানিক মজা করে সপ্তমীর পর তিনি পাড়ি জমাবেন পাহাড়ে। তাঁর সঙ্গী হবে বন্ধু গ্রুপ।
2/5
৩) পুজোর খাওয়াদাওয়াতেও বিধিনিষেধ রাখবেন না ঊষসী। পুজোয় পেটপুজো চলবে চার দিন ধরেই।
3/5
৪) সারা বছরের টুকটাক কেনাকাটা পুজোর সময় তাঁর নতুন জামা। তবে দূর্গাপুজোয় শাড়িতে সেজে উঠতে চান অভিনেত্রী।
4/5
৫) আর পুজো প্রেম? ঊষসী আক্ষেপ করে বলেন, ষষ্ঠী থেকে দশমীর পুজো প্রেম তাঁর জীবনে আসেনি।