দু’বছর পর ফের রূপলী পর্দায় আসছেন মা-কাকিমাদের প্রিয় ‘উচ্ছেবাবু’

'মিঠাই' শেষ হয়ে গেছে অনেক দিনই হল। আজও দর্শকমহলে সৌমিতৃষা ও আদৃতের জুটি বেশ হিট। তবে আদৃত তাঁর ক্যারিয়ার কিভাবে শুরু করেছিলেন জানেন? তিনি কিন্তু প্রথমেই সিরিয়াল করেননি।

শুভঙ্কর, কলকাতা: আদৃত রায়  একসময় সকল বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে জনপ্রিয় ছিলেন ‘উচ্ছেবাবু’হিসেবে। তবে মানুষ এখনও তাকে মনে রেখেছে। মনে রেখেছে ‘উচ্ছেবাবু’ হিসেবেই। তবে তিনি এখন আর ‘মিঠাই’ ধারাবাহিকে নেই। কারণ ‘মিঠাই’ শেষ হয়ে গেছে অনেক দিনই হল। আজও দর্শকমহলে সৌমিতৃষা ও আদৃতের জুটি বেশ হিট। তবে আদৃত তার ক্যারিয়ার কিভাবে শুরু করেছিলেন জানেন? তিনি কিন্তু প্রথমেই সিরিয়াল করেননি। তিনি টলিপাড়ায় পা রেখেছিলেন সিনেমার মাধ্যমে।

তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সিনেমাটির নাম ‘নূর জাহান।’ এরপরেও তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। এমনকি তাকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ‘প্রেম আমার ২’ সিনেমাটিতে। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘পাসওয়ার্ড, ‘পরিণীতার মতো বিভিন্ন সিনেমাতে। তবে তিনি নায়ক হিসেবে অধরাই ছিলেন। পরবর্তীতে তিনি বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় নাম লেখালেন। যদিও সেই সময় তাকে বিভিন্ন কটাক্ষও শুনতে হয়েছিল। যখন তিনি ছোট পর্দায় ‘মিঠাই’ সিরিয়ালে সিদ্ধার্থ চরিত্রটা করেন তখন সব খারাপের জবাব তিনি দিতে পেরেছিলেন। এখন দর্শকদের জন্য আছে এক সুখবর। ভাবছেন কি সেই খবর? খবরটা যারা আদৃতকে ভালোবাসেন তাদের জন্য। আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।

Tollywood,Adrit Roy,Bengali Serial,Tollywood Actor

এখন টলিপড়া সূত্রে খবর আবারও বড় পর্দায় আসছে আদৃত। তবে এই কামব্যাক এর জন্য তিনি বেছে নিয়েছেন বাণিজ্যিক সিনেমা। জানা যাচ্ছে ছবির নাম ‘পাগল প্রেমী’। নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে কেমন ধরনের হতে পারে সিনেমাটি। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি আদৃতের সাথে এই সিনেমাতে জুটি বাধতে চলেছেন কে। এই সিনেমার প্রযোজনা দায়িত্বে রয়েছে এসভিএফ। তবে আদৃত শুরু থেকে যেমন ধরনের চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছিলেন, এখন এই কামব্যাকে পুরোটাই অন্যরূপে দেখা যাবে তাকে। জানা যাচ্ছে, এই ছবিটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ । যিনি এর আগে বিভিন্ন ছবি ওয়েব সিরিজের পরিচালনা করেছেন। এখন দেখার আদৃত এই নতুন সিনেমাতে কি ধরনের চমক নিয়ে আসছেন দর্শকদের জন্য।




Leave a Reply

Back to top button