সৌমিত্র-আবির-টোটার পর এবার পরমব্রত, ব্যোমকেশ ছেড়ে ফেলুদাতেই মন মজেছে অরিন্দমের
কখনও সৌমিত্র চট্টোপাধ্যায় তো কখনও আবির আবার কখনও টোটা রায়চৌধুরি, একের পর এক দিকপাল অভিনেতাদের এর আগেই রূপোলি পর্দায় দেখা গিয়েছে ফেলুদার চরিত্রে। এদিকে এর আগে আড্ডাটাইমসের ওয়েব সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা মিলেছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। এমনকী সেই সিরিজের পরিচালনা করেছিলেন অভিনেতা নিজেই। এবার সেই পরমকে নিয়ে নতুন ফেলুদা প্রজেক্টে নামছে ব্যোমকেশ খ্যাত পরিচালক অরিন্দম শীল। এদিকে এই খবরে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে টলিপাড়ায়।
প্রসঙ্গত উল্লেখ্য, শরদিন্দু বন্দোপাধ্যায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীকে নিয়ে এর আগে একাধিক ছবি বানিয়েছেন অরিন্দম। প্রতিটাই হিট বক্স অফিসে। এবার শীলবাবুর নজরে সত্যজিত রায়ের কাল্ট গোয়েন্দা চরিত্র ফেলু মিত্তির ওরফে ফেলুদা ওরফে প্রদোষচন্দ্র মিত্তির। তবে মোড়ক বদলে এবার তৈরি করতে চলেছেন ওয়েব সিরিজ। আর তাতেই এবার ফেলুদার মগজাস্ত্রেই নতুন করে শান দিতে চলেছেন পরম। সূত্রের খবর, সিরিজটি মুক্তি পাবে জি-ফাইভে। এর অন্যতম প্রযোজক অশোক ধানুকা। সূত্রের খবর, ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্ব রয়েছে তাঁর কাছে। যা ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে সন্দীপ রায়ের থেকে।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সত্যজিৎ রায়ের লেখা ‘গ্যাংটকে গণ্ডগোল’-র উপরেই তৈরি হতে চলেছে এই সিরিজের প্রথম সিজনের গল্প। ইন্ডোর শ্যুটিংয়ের কাজ খানিক এগোলেও করোনার কারণে থমকে ছিল আউটডোরের শ্যুটিংয়ের কাজ। তারই দিনক্ষণ ঠিক করার কাজ চলছে বর্তমানে। গল্পের প্রায় পুরোটাই গ্যাংটকের প্রেক্ষাপটে।
এদিকে আড্ডাটাইমসে সৃজিতের ওয়েব সিরিজে তোপসের ভূমিকায় ছিলেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। এ জি-ফাইভে পরমরূপী ফেলুদার তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে (Rwitobroto Mukherjee)। অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী পরিচালক সৃজিত মুখার্জির ফেলুদা সিরিজের দ্বিতীয় সিজন খুব শীঘ্রই আসতে চলেছে আড্ডা টাইমসে। সেখানে পরম-শীল জুটির নয়া কম্বিনেশন ফেলু প্রেমীদের কতটা মনে ধরে এখন সেটাই দেখার।