একের পর এক আত্মহত্যা! পল্লবী-বিদিশা পেরিয়ে শহরে উদ্ধার ১৯-এর উঠতি মডেলে মৃতদেহ

প্রত্যুষা সরকার, কলকাতা: ফের তিলত্তমার বুকে রহস্য মৃত্যু। গভীর রাতে কসবায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। পল্লবী-বিদিশা-মঞ্জুষার পর নগরীতে মৃত্যু আরেক উঠতি মডেলের (Model)। মৃতার বয়স ছিল মাত্র ১৯ বছর। পুলিশের দাবি, সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেছেন এই মডেল।
নিহতের নাম সরস্বতী দাস ( Saraswati Das )। কসবার বেদিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। ছোটো বেলায় বাবাকে হারিয়েছেন তিনি। কসবায় মামারবাড়িতেই থাকতেন সরস্বতী। রবিবার নিজের দিদার সঙ্গে বাড়িতে একাই ছিলেন তিনি। পুলিসের অনুমান তখনই আত্মহত্যা ( suicide ) করেছেন সরস্বতী। তাঁর দিদায় তাকে ওই অবস্থায় দেখে তাড়াতাড়ি গলার ফাঁস কেটে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
ইতিমধ্যেই ঘটনা স্থলে পৌঁছেছে কসবা থানার পুলিস। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হাইস্কুলের পর আর পড়াশোনা করেননি সরস্বতী। বরং মেকআপ আর্টিস্ট ( Makeup artist ) হিসেবে কাজ করছিলেন তিনি। মাঝে মাঝে ফটোশুটও ( model ) করতেন। এরই সাথে পড়াতেন ছোট বাচ্চাদেরও। ভবিষ্যতে অভিনয় জগতে তারকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি।
পরিবারের দাবি, শনিবারও বেশ খুশি ছিলেন সরস্বতী ( Saraswati Das )। সবার সঙ্গে কথাও বলেছেন। তিনি যে হঠাৎ এমন করবেন সে কথা ভাবতে পারছেন না পরিবারের কেউ। সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে এলেও পুলিশ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। যদিও সরস্বতীর সঙ্গে কারও সম্পর্ক ছিল বলে স্বীকার করেনি তার পরিবার। এই ঘটনার নেপথ্যের সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন – দিন শেষে বলিউডই অমর! বলি-সাউথ বিতর্কে বিস্ফোরক রোহিত শেট্টি
তবে মাত্র ১৩ দিনে নগরীতে ৪ উঠতি মডেলের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রথমে অভিনেত্রী পল্লবী, তার ঠিক কিছু দিনের মধ্যে নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় উঠতি মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। তার ঠিক পরের দিনই পাটুলি থেকে উদ্ধার হয় মডেল ( Model ) মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। সম্পর্কের টানাপোড়েন এবং পেশাদার জগতের চাপ সামলাতে না পারার কারণে উঠতি মডেল-অভিনেত্রীরা যেভাবে চরম সিদ্ধান্ত নিচ্ছেন তা ওয়াকিবহাল মহলের কাছে খুবই উদ্বেগের বিষয়।
আরও পড়ুন – মহাকালের আশীর্বাদে এই রাশির জাতকদের হবে অর্থ লাভ! একনজরে আজকের রাশিফল