বড় পর্দা ওয়েব পর্দা ঘুরে সেই সিরিয়ালই ভরসা! ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে হাজির অলিভিয়া

রিমা শিয়ালী,কলকাতা: বর্তমান যুগে বাংলায় ওটিটি প্লাটফর্মগুলিতে ( ott ) একটি জনপ্রিয় নাম অলিভিয়া সরকার ( Alivia Sarkar ) । পূর্বে ছোটপর্দায় কাজ করার মাধ্যমেই তিনি তার যাত্রা শুরু করেছিলেন। ছোটপর্দায় অভিনীত বহু ধারাবাহিকেই ( serial ) দেখা গেছে তাকে। মাঝে ছোটপর্দা থেকে বেশ কিছুদিনের বিরতি নেন অলিভিয়া। তবে এবার সেই বিরতির ঘটবে অবসান।ফের বাংলা ধারাবাহিকে ( Bengali serial ) দেখা মিলবে অভিনেত্রী অলিভিয়া সরকারের ( Alivia Sarkar ) । কালার্স বাংলার একটি ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেস বাড়ি’তে ( Basanta Bilash Mess Bari ) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।ক্যামিও চরিত্র হলেও মেস বাড়িতে অলিভিয়ার প্রবেশ নিঃসন্দেহে ধারাবাহিকটিতে এক নতুন ধরনের মোড় আনতে চলেছে।

ইতিমধ্যেই ধারাবাহিকের সম্প্রচারিত পর্বে দেখা গিয়েছে যে রাহুল টুকাই এবং মহুয়ার পূর্বের সম্পর্কের কথা জানতে পেরে গেছে।তবে বর্তমানে তাদের দুজনকে ফের এক হতে দেখে খুবই কষ্ট পায় রাহুল।সাথেই সে টুকাইকে মহুয়ার জীবনে আর ফিরে আসতে দেবে না বলেই সিদ্ধান্ত নেয়। আর যেমন ভাবনা ঠিক তেমন কাজ, সাথে সাথে মহুয়াকে নিজের অনুভূতির কথা জানিয়ে একটি চিঠিও লিখে ফেলে রাহুল। কিন্তু চিঠিটি হঠাৎ উড়ে যায়। পরে দশরথ চিঠিটি খুঁজে পেয়ে তা দিয়ে একটি কাগজের প্লেন বানায়।আর দুর্ভাগ্যবশত খেলতে গিয়ে প্লেনটি দুঃখোর কুর্তার পকেটে উড়ে যায়।

img 20220329 224039

অপরদিকে বসন্ত বিলাসে ( Basanta Bilash Mess Bari ) ইতিমধ্যেই টুকাইয়ের থাকা নিয়ে বিশৃঙ্খলা শুরু হলে, মহুয়া বিষয়টির অবসান ঘটায়।তবে এর মধ্যেই মহুয়াকে নিয়ে টুকাই রাহুলকে চ্যালেঞ্জ করে।মহুয়াকে পাওয়ার লড়াইয়ে টুকাই প্রতিবার রাহুলকে ব্যর্থ করে জিতে যায়।তবে মহুয়া যে মনে মনে রাহুলকে চায় সেটা রাহুল বুঝে উঠতে পারে না।আর তাই মহুয়াও নিজের ভালোবাসা প্রকাশ করে না।অন্যদিকে যখন মেস বাড়িতে এসব চলছে তখনই মানোদা দুঃখোর কুর্তার পকেট থেকে রাহুলের প্রেমপত্র খুঁজে পায় এবং ভীষণ রেগে যায়।

img 20220329 223554

অপরদিকে মহুয়াকে না পেয়ে মন ভেঙে যাওয়ায় রাহুল মেসবাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।আর সেই মুহুর্তেই গল্পে আসে নতুন চমক। টুকাই, মহুয়াকে ফিল্মি কায়দায় রাহুলকে তার মনের কথা জানাতে বলে।আর সেখানেই হঠাৎ উপস্থিত হন এক মহিলা যিনি একজন গায়িকা এবং কলেজ জীবন থেকেই যার প্রচুর অনুরাগী।আর এই মহিলার চরিত্রেই অভিনয় করছেন অলিভিয়া সরকার ( Alivia Sarkar ) । তবে তার মেসবাড়িতে প্রবেশের উদ্দেশ্যে এবং মেসবাড়ির মানুষদের জীবনে তার প্রভাব আগামী পর্বগুলিতে জানা যাবে।

আরও পড়ুন: প্রযোজকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ খড়কুটো-র চিনির, অভিযোগ নস্যাৎ প্রযোজকের

মূলত শহরে মেসবাড়িগুলিতে প্রতিনিয়ত যেধরণের ঘটনাগুলি দেখা যায়, ঠিক সেই রকম গল্পই এই ধারাবাহিকে তুলে ধরা হয়েছে।ধারাবাহিকে দেখা গেছে বিভিন্ন প্রান্তের মানুষ ‘বসন্ত বিলাস’ এ নিজেদের স্বপ্নপূরণের উদ্দেশ্যে এক হয়েছেন।ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল এবং নন্দিনী দত্ত। এছাড়াও পার্শ্ব চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ও।

img 20220329 224745

জি বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’এর মধ্য দিয়েই পথ চলা শুরু করেছিলেন অলিভিয়া সরকার ( Alivia Sarkar ) । এরপর ‘সীমারেখা’, ‘জয়ী’র মতো আরও বেশকিছু ধারাবাহিকে দেখা মেলে অলিভিয়ার। মাঝে অবশ্য ছোটপর্দা থেকে বিরতি নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ে ব্যস্ত ছিলেন তিনি। ‘ব্রেক আপ স্টোরি’, ‘রক্তবিলাপ’, ‘মন্টু পাইলট’-এর মতো ওয়েব সিরিজে নিজের নিখুঁত অভিনয়ের মাধ্যমে সকল দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘গাঁটছড়া’ থেকে গল্প চুরির অভিযোগ ফাঁসল ‘উড়ন তুবড়ি’, ক্ষোভে ফাটল দর্শক




Leave a Reply

Back to top button