ঠোঁটে ঠোঁট রেখে চরম নোংরামো, অশ্লীলতার আসর জমিয়েছে ‘ইস্মার্ট জোড়ি’

প্রিয়া ধর, কলকাতাঃ সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে নতুন শো ‘ইস্মার্ট জোড়ি‘ ( New Reality Show Smart Jodi in Bengali )। শুরু হওয়ার আগে থেকেই শো’টিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উত্তেজনার কমতি ছিলনা। আর হবে নাই বা কেন বলুন তো? এই অনুষ্ঠানটি কে সঞ্চালনা করছে দেখতে হবে তো। বাংলার জনপ্রিয় সুপারস্টার জিৎ’কে সঞ্চালনার ভূমিকায় দেখা যাচ্ছে এখানে। আর তাই উয়ত্তেজনার রেশ কিছুটা বেশি।
রাত ৯.৩০ এ শনিবার ও রবিবার বাস্তবের কাপলদের নিয়ে পর্দায় হাজির হয়ে যান বাংলার সুপারস্টার জিৎ ( megastar Jeet )। বাঙ্গালী দর্শকেরা অনেক আগে থেকেই রিয়েলিটি শো’র অন্ধ ভক্ত। বলা বাহুল্য যে প্রথমদিকে ‘ইস্মার্ট জোড়ি’ শো’টিকে নিয়ে অনুরাগীদের মধ্যে প্রবল উৎসাহ থাকলেও সম্প্রতি ‘ইস্মার্ট জোড়ি’র নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পারিবারিক শো’র মত অনুষ্ঠানে নোংরা দৃশ্য দেখানোর জন্য।

আরও পড়ুন………গোপনে বিয়ে সেরেছেন শ্রুতি স্বর্ণেন্দু!ফাঁস হতেই লজ্জায় লাল শ্রুতি
রিয়েলিটি শো’র কন্টেন্ট অনুযায়ী বাস্তবের কাপলদের নিয়ে নানা রকম খেলা অ আড্ডা দেওয়াই ‘ইস্মার্ট জোড়ি’র বিষয়বস্তু। তবে বেশ কিছুদিন ধরেই শো’র টিআরপি আনার জন্য কাপলদের খেলার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। খেলার মধ্যে কাপলদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়ে দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে চুমু ও ঘনিষ্ঠ আলিঙ্গনের মত ব্যাপারগুলো ফুটে উঠছে।

বেশ কিছুদিন আগের একটি পর্বে উপস্থিত ছিলেন সুদীপ মুখার্জি এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী। খেলার মাঝেই তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়। সেটা অবশ্য হাত দিয়ে নয় । ঠোঁটে ঠোঁট রেখে একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন। সাথে সঞ্চালক জিত দাঁত কপাটি বার করে উপভোগ করছেন। ব্যস এতেই খেপেছেন নেটবাসী। এই শো’টি বন্ধের জন্য দাবি জানিয়েছেন। এছাড়াও অনেকে প্রশ্ন তুলেছেন এই শো’টি পরিবারের সঙ্গে বসে আর দেখা যাবে কি না! অনেকেই বলছেন শেষের দিকে রিয়েলিটি শো’গুলো এসব নোংরামো শুরু করে।
আরও পড়ুন…………মুক্তির আগেই বাজিমাত KGF 2, ট্রেলারে লাস্যময়ী শ্রীনিধির জ্বরে কাবু নেটনাগরিকেরা
উল্লেখ্য জিতের এই রিয়েলিটি শো’কে কেন্দ্র করে নেটবাসীদের মধ্যে দুদল বিভক্ত হয়ে গেছে। একদল এই শো’কে সাপোর্ট করছে আরেক দল নিন্দায় ভরিয়ে দিচ্ছে। তবে এসব নিন্দা প্রশংসাই যাই হোক না কেন, এখন অপেক্ষা দেখা পালা শো’র নির্মাতাগণ এ ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে।