মুহুর্মুহু চুমু দিয়ে বার্থডে উইশ, অঙ্কুশ-ঐন্দ্রিলার ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া

রাখী পোদ্দার, কলকাতা : টলি পাড়ার অন্যতম কিউট জুটি হলেন অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন ( Ankush Hazra – Oindrila Sen)। দীর্ঘদিন ধরেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই জুটি। প্রায় ১১ বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে আছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুরি খেলেননি এই কাপেল। বরং এই ব্যাপারে সর্বদাই স্পষ্টবাদী ছিলেন তাঁরা। জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি এই জুটি ( Ankush Hazra – Oindrila Sen) বাঁধতে চলেছেন গাঁটছড়া, বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। এখন শুধু সময়ের অপেক্ষা।
ইতিমধ্যেই বহুবার গুজবও রটেছে তাঁদের বিয়ে নিয়ে। নেটিজেনরাও রীতিমতো উৎসাহি এই জুটির শুভ পরিণয় দেখার জন্য। তবে বিয়ের চমক দেখতে না পেলেও ঐন্দ্রিলার এ বছরের জন্মদিনে অভিনব উপায় শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের রীতিমতো হকচকিয়ে দিয়েছেন অঙ্কুশ হাজরা। আজ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের জন্মদিন। প্রত্যেক প্রেমিক প্রেমিকার কাছে তাঁদের প্রিয়জনের জন্মদিন ( Birthday Wish) খুবই একটা স্পেশাল দিন। আর সেই তালিকায় বাদ যায় না এই জুটিও। ইতিমধ্যেই নিজের প্রিয়তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ( Instagram) ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ হাজরা। যা দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন কী এমন করেছে অভিনেতা অঙ্কুশ হাজরা যা দেখে রীতিমতো অবাক ভক্তগণ।
“ওর আত্মা কষ্ট পাবে”, কেন আচমকা এই বিস্ফোরক মন্তব্য অভিষেকের স্ত্রী-র

বরাবরই টলি পাড়ায় রসিক মানুষ হিসেবে পরিচিত অঙ্কুশ হাজরা। তাঁর তৈরি করা বিভিন্ন রকমের হাসির ভিডিও ভাইরাল হতে দেখা যায় মুহূর্তের মধ্যেই। আর এইবার ভাইরাল হতে দেখা গেল তাঁর এই অভিনব বার্থডে উইশ। অঙ্কুশ হাজরার শেয়ার করার ভিডিওটিতে দেখা যাচ্ছে বিছানায় একসাথে বসে রয়েছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। এরপরই ঐন্দ্রিলাকে পিছন থেকে একেবারে জাপটে ধরে মুহুর্মুহু চুমুতে ভরিয়ে দেয় ঐন্দ্রিলাকে। ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, “১১ বছর হয়ে গেলে যা হয়”।
টিভির পর্দায় “লাগান”এর সেই অভিনেত্রী, চিনতে গিয়ে হিমশিম অবস্থা দর্শকের

চুমু খাওয়ার সাথে বলতে থাকেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ’! ওমা তারপর ‘ঐন্দ্রিলা’ না বলে বলেন ‘গরিলা’। অব্যশ এরপর ঐন্দ্রিলা অঙ্কুশের দিকে বড়ো বড়ো চোখ করে তাকালে ঠিক নামটাও নেন অভিনেতা। এরপর শুরু হয় চুমু খাওয়ার পালা। অঙ্কুশ ও ঐন্দ্রিলার এই ভিডিওর নীচে কমেন্ট করেন তাঁদের বন্ধুরাও। যাঁর মধ্যে রয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee), অদ্রিজা রায়। পূজা বন্দ্যোপাধ্যায় কমেন্টে লেখেন, “আহা রে বেচারি মেয়েটা!”
কৌশিক ম্যাজিক কাজ করল না! ‘গাঁটছড়া’র বাঁধন হল আরও শক্ত, রইল TRP লিস্ট
View this post on Instagram
লক ডাউনে একসাথে সময় কাটিয়েছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। রিয়েল লাইফের পর রিল লাইফেও জুটি বাঁধতে দেখা যায় তাঁদের। পরিচালক রাজা চন্দ “ম্যাজিক” ছবিতে একসাথে দেখা যায় এই জুটিকে। সম্প্রতি এই জুটি শেষ করেছেন তাঁদের দ্বিতীয় সিনেমার শুটিং। ছবির নাম “লাভ ম্যারেজ”। এছাড়াও এই ছবিতে অঙ্কুশ ঐন্দ্রিলা ( Ankush Hazra – Oindrila Sen) ছাড়াও রয়েছেন রঞ্জিত মল্লিক ( Ranjit Mallick) ও অপরাজিতা আঢ্য ( Aparajita Adhya)। ছবিটির পরিচালনা ভূমিকায় রয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকী।