‘কিছু কথা’ নিয়ে প্রিয়জনদের সঙ্গে সমুদ্রসৈকতে অনুপম
চর্চায় উঠে আসছে গায়ক অনুপমের গানের লাইনগুলি

কয়েকদিন ধরেই কিছুতেই যেন আলোচনা পিছু ছাড়ছে না গায়ক অনুপমের। প্রাক্তনের বিয়ের পরপরই গিটার হাতে সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করেন, যা ইমোশনাল তো বটেই বরং সৃষ্টি করল আরও বেশি চাঞ্চল্য অনুরাগীদের মধ্যে। শুধু তাই নয়, কখনও তাঁর পোস্ট করা ছবির সঙ্গে, তো কখনও তাঁর নিজের ছবির সঙ্গে ‘হার্টব্রেক’ শব্দটি জুড়ে দিচ্ছেন নেটিজেনরা। আরও একবার এই কাণ্ডই ঘটল। শুক্রবার সন্ধ্যায় অনুপম রায় একটি পোস্ট করেন। ছবিটা সেলফি। ভাইজাগের সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার।
প্রিয়জনদের সঙ্গে বালি মাখা পায়ে দাঁড়িয়ে রয়েছেন সমুদ্রসৈকতে। কাঁধে রয়েছে একটি ব্যাগ ও ক্যাপশনে রয়েছে ”সমুদ্রের সঙ্গে কিছু কথা।’ পোস্ট হতে না হতেই উপচে পরে অনুরাগীদের ভালোবাসা রিঅ্যাক্ট, লাইকের মাধ্যমে। কমেন্টও রয়েছে প্রচুর। স্বাভাবিকভাবেই এই পোস্টকেও প্রাক্তনের বিয়ের পর অন্যভাবে দেখছেন নেটিজেন।
প্রশঙ্গত, প্রাক্তন পিয়া চক্রবর্তী ও এককালের প্রিয় বন্ধু পরমব্রত চ্যাটার্জির বিয়ের পর একপ্রকার নিজেকে আড়াল করার চেষ্টা করেন এই গায়ক। প্রথমদিন গিটার হাতে গান থেকে শুক্রবারের সমুদ্রতটে পরিবারের সঙ্গে ছবি, সবটাই যেন মিলেমিশে একাকার ‘মন খারাপের’ সঙ্গে। তবে খোলাখুলি কিছুই বলেননি অনুপম। না মুখ খুলেছেন এইসব পোস্টের পেছনে থাকা কারণ নিয়ে। রবিবার একটি বইয়ের ছবি পোস্ট করে অনুপম লেখেন, “নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে – এমন নয়। – অরিন্দম চক্রবর্তী।” এই পোস্টের প্রত্যেকটি শব্দের সঙ্গে যেন মিলে যাচ্ছে অনুপমের বর্তমান পরিস্থিতি। তবে প্রাক্তনে বিয়ের পর একটি সাক্ষাতকারে তিনি বলেন ‘গুড নিউজ।’
সৃজিত মুখার্জির অটোগ্রাফ ছবিতে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ এর মাধ্যমে গানের জগতে এসেছিলেন অনুপম। ২০১৫ সালে বিয়ে করেন অনুপম-পিয়া। ২০২১ এ বিচ্ছেদ। তবে করোনাকালে ত্রান বিলির সময়ে নাকি একে অপরের কাছে এসেছিলেন পরমব্রত ও পিয়া। পরমব্রতও একাধিক সম্পর্ক ও লিভ ইনে থাকার পর থিতু হন তিনি।