অনুপম থেকে মানালি, বিয়ের সানাইয়ের সুর কাটলো কোন কোন চেনা তারকার

টলিপাড়ার চেনা মুখদের হাঁড়ির খবর জানতে সবসময়ই কৌতূহল থাকে আট থেকে আশির মধ‍্যে। গ্ল‍্যামার জগতের তারকাদের জীবন যেন খোলা খাতা। তাদের ব‍্যক্তিগত সুখ দুঃখ, সম্পর্কে জড়ানো থেকে সম্পর্ক ভাঙা সমস্তটাই আলোড়ন তোলে সাধারণ মানুষের মনে।

স্বাভাবিক ভাবেই অনুপম রায় পিয়া চক্রবর্তীর আচমকা বিচ্ছেদের খবরে তোলপাড় টেলিপাড়া থেকে সাধারণ মানুষ। কোনরকম বিবাদ বা কাদা ছোড়াছুড়িতে না গিয়ে শান্তিপূর্ণ ভাবেই নিজেদের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদের কথা তারা আজ জানিয়েছেন সংবাদ মাধ‍্যমকে‌। তবে অনুপম রায় একা নন, সাম্প্রতিক কালে টলিউডের বিবাহ বিচ্ছেদের তালিকায় নাম লিখিয়েছেন একাধিক তারকা।

 

শ্রাবন্তী ও রোশন

তারকার বিচ্ছেদ,টলিউডে বিচ্ছেদ,শ্রাবন্তীর স্বামী,নুসরতের সন্তান,celebrities separation,divorce at Tollygunge,husband of Shrabanti,divorced spouse of Nusrat

টলিপাড়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা হলেই ইদানিং সবার প্রথমে উঠে আসে টলি নায়িকা শ্রাবন্তী চ‍্যাটার্জীর নাম। টলিউডে অনেক অল্প বয়সে ডেবিউ করেন শ্রাবন্তী তার প্রথম স্বামী রাজীব বিশ্বাসের পরিচালনায়। প্রথম স্বামী রাজীবের সঙ্গে তার ঝিনুক নামের এক পুত্রসন্তানও আছে। তবে ২০১৬ সালে রাজীব কুমারের সঙ্গে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। এরপর কৃষাণ ব্রজ নামে এক মডেলের সঙ্গে সেই বছরই বিবাহসূত্রে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে একবছরের মধ‍্যেই সেই বিয়ে ভেঙে বেরিয়ে আসেন শ্রাবন্তী। এরপর ২০১৯ সালে রোশন নামে এক জিম ট্রেনারের গলায় মালা দেন শ্রাবন্তী, যদিও সেই সম্পর্কও একবছরের বেশি স্থায়ী হয়নি।

নুসরত ও নিখিল

তারকার বিচ্ছেদ,টলিউডে বিচ্ছেদ,শ্রাবন্তীর স্বামী,নুসরতের সন্তান,celebrities separation,divorce at Tollygunge,husband of Shrabanti,divorced spouse of Nusrat

টলিউডের সফল অভিনেত্রী ছাড়াও নুসরত জাহানের আরো এক পরিচয় তিনি বসিরহাটের সাংসদ। তবে অভিনেত্রী বা সাংসদ পরিচয়কে টপকে নুসরতের সন্তানের পিতা কে এই প্রশ্নে গত কয়েক মাস আগে সংবাদ মাধ‍্যম ছিল সরগরম। নুসরত তার অনাগত সন্তানের পিতৃত্বের দায় তার স্বামী নিখিল জৈনের ওপর দিতে চাননি। পাশাপাশি এও জানান যে তার এবং নিখিলের বিয়ে স্বীকৃত নয়, তারা কেবলমাত্র সহবাস করতেন। যদিও সংসদে নুসরত জাহানের স্বামীর নাম নিখিল জৈনই ছিল। যদিও ২০১৯ সালের জুন মাসে টার্কিতে যথেষ্ট বিলাসবহুল ভাবেই বিয়ে হয়েছিল নিখিল এবং নুসরতের, তবে বর্তমানে নুসরতের সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশের নামই শোনা যাচ্ছে।

গৌরব চ‍্যাটার্জী ও অনিন্দিতা বোস

তারকার বিচ্ছেদ,টলিউডে বিচ্ছেদ,শ্রাবন্তীর স্বামী,নুসরতের সন্তান,celebrities separation,divorce at Tollygunge,husband of Shrabanti,divorced spouse of Nusrat

মথুরবাবু ওরফে মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ‍্যায় টলিউডে পা জনপ্রিয় হন সিরিয়ালের নায়ক হিসেবে। প্রায় একই সময় অভিনয় জগতে আসা অনিন্দিতা বোসের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন গৌরব। তবে ২০১৩ সালে তাদের বিয়ে হলেও তার মেয়াদ ছিল খুবই অল্পদিনের। বিচ্ছেদের পর গত বছর গৌরব আবার বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে। অন‍্যদিকে অনিন্দিতা বর্তমানে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে লিভ ইন করেন মুম্বাইতে।

মানালি ও সপ্তক

তারকার বিচ্ছেদ,টলিউডে বিচ্ছেদ,শ্রাবন্তীর স্বামী,নুসরতের সন্তান,celebrities separation,divorce at Tollygunge,husband of Shrabanti,divorced spouse of Nusrat

সিরিয়াল বউ কথা কও থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌছেছিলেন অভিনেত্রী মানালি দে। ২০১২ সালে গায়ক সপ্তক ব‍্যানার্জীর সঙ্গে বিয়ে হয় মানালির। তবে চার বছরের মাথায় ২০১৬ সালে বিচ্ছেদ হয় সপ্তক মানালির। তবে পরিচালক অভিমন্যু মুখোপাধ‍্যায়ের সঙ্গে গতবছর থেকে আবারও সংসার পেতেছেন মানালি।




Back to top button