KGF- কে টেক্কা দিল বাঙালিই! সত্যজিতের জুতোয় পা গলিয়ে IMDB তে ‘অপরাজিত’ জিতুর ছবি

মন্টি শীল, কলকাতা : ইদানিং কালে একের পর এক হিট সিনেমার জন্য সরগরম বিনোদন জগত। সেটা দক্ষিণী সিনেমা হোক বা বলিউড বা টলিউড কেউ কোনও অংশে কম যাচ্ছে না। যার দরুন শুরু হয়েছে এক অদৃশ্য জনপ্রিয়তার প্রতিযোগিতা। সম্প্রতি বলিউডে কিছু জনপ্রিয় সিনেমা যেমন, গাঙ্গুবাঈ, বচ্চন পান্ডে এর মতো একাধিক সিনেমা মাল্টি প্লেক্সে দাপিয়ে বেড়াচ্ছে। তবে এর থেকে প্রতিযোগিতাতে এক পা এগিয়ে রয়েছে ভারতের আঞ্চলিক সিনেমা গুলি, বিশেষত দক্ষিণী সিনেমা।
সম্প্রতি দক্ষিণী সিনেমা গুলির মধ্যে অন্যতম RRR এবং KGF Chapter 2 বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। তবে শুধু মাত্র এই সিনেমা গুলি দেশের অভ্যন্তরেই নয় দেশের বাইরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টলিউড-ই বা কি করে প্রতিযোগিতায় পিছিয়ে থাকে। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এগিয়ে এসেছে সদ্য মুক্তিপ্রাপ্ত টলিউডের অন্যতম জনপ্রিয় চর্চিত সিনেমা ‘অপরাজিত’। বড় পর্দায় এই সিনেমাটি গত ১৩ ই মে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর এই সিনেমাটি বাঙালি দর্শকদের থেকে বিপুল প্রশংসা কুড়িয়েছে।
-
ওয়াশরুমের থেকেও ছোট ঘর! দাদাগিরিতে এসে একি বললেন শ্বেতাDecember 15, 2023
-
ফার্স্ট গার্ল ‘ফুলকি’, শেষে ‘রাঙা বৌ’December 14, 2023
আরও পড়ুন ….চিঠি দিতে এসে প্রেম! একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে পর্দায় ফের জুটি বাঁধবেন মোহর খ্যাত প্রতীক-দেবচন্দ্রিমা
আরও পড়ুন ….‘দ্য শো মাস্ট গো অন’!পায়ে ব্লাড ক্লট নিয়েও হাসিমুখে ‘মিঠাই’-এর শ্যুটিং সৌমিতৃষার
এমনকি জানা গিয়েছে, এই মুহূর্তে অপরাজিত সিনেমাটি সদ্য প্রকাশিত IMDb- এর তালিকা অনুযায়ী ১০ এর মধ্যে ৯.৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। অর্থাৎ এই তালিকা অনুযায়ী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সিনেমা Kgf Chapter 2 কে অনায়াসেই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অনিক দত্ত এর পরিচালিত এই সিনেমাটি কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘পথের পাঁচালী’ এর প্রতিকূলতায় তৈরী করা।
আরও পড়ুন ….কন্যা সন্তানকে বাঁচাতে গিয়ে পুরুষের বেশ ধারণ এক মহিলার! ঘটনায় চাঞ্চল্য নেটপাড়ায়
সিনেমাটি মুক্তির পর বিপুল সফলতা পেলেও জানা গিয়েছে, মুক্তি পাওয়ার আগে একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল সিনেমার পরিচালককে। যদিও এখন সেই সমস্ত বিতর্কিত মন্তব্য ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আর সেই বিতর্কের জায়গায় স্থান নিয়েছে দর্শকদের প্রসংশার। এই সিনেমাতে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা অনিক দত্ত-কে। সম্প্রতি এই সিনেমাটি মুক্তি পাওয়ার মুম্বাইয়ের এক প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছে এই সিনেমা। শুধু তাই নয় আন্তর্জাতিক মহলেও ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে পরিচালক অনিক দত্ত- এর অপরাজিত। জানা গিয়েছে, এই সিনেমাটি ইতিমধ্যেই ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ বিশেষ ভাবে আমন্ত্রিত হয়েছে। যার ফলে ইতিমধ্যেই গর্ব বোধ করছেন আপামর বাঙালি দর্শক মহল।