বয়সই হয়ে দাঁড়াল বাধা, বাচ্চা বউয়ের সাথে বিচ্ছেদের পথে অরিন্দম! ‘গোধূলি আলাপ’ এ নয়া মোড়

মন্টি শীল, কলকাতা : বিনোদনের ক্ষেত্রে টেলিভিশনের পর্দায় দর্শকদের উদ্দেশ্যে সম্প্রচারিত হয়ে চলেছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক। যার দরুন অবসর সময়ে বাংলা তথা বাঙালি দর্শকদের বিনোদনের একমাত্র পথ হিসেবে বিবেচিত হচ্ছে। একটা ধারাবাহিকের গল্পে এক এক রকমের টুইস্টের দরুন দর্শকদের মধ্যে এই সমস্ত ধারাবাহিকগুলি দেখার চাহিদা দিন দিন বাড়ছে। আর এই জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল গোধূলি আলাপ। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।
টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী (Raj chakraborty) প্রযোজনা সংস্থা দ্বারা প্রযোজিত এই ধারাবাহিক টিতে মুখ্য চরিত্র আইনজীবী অরিন্দমের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে টলি অভিনেতা কৌশিক সেন (Kaushik sen) এবং নোলক-এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে টেলি অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)কে। ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকে একাধিক কটূক্তি ও অশালীন মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। আর তার অন্যতম কারণ হল, এক বেশি বয়সী ব্যক্তির সঙ্গে কম বয়সী মেয়ের সম্পর্ক গড়ে ওঠা।
আরও পড়ুন ….রোগা বলায় চরম ক্ষেপে গেলেন মাধুরী, ইন্ডাস্ট্রীই ছেড়ে দেবেন বলে হুমকি
আরও পড়ুন ….পরীক্ষা বয়কট? অনলাইন – অফলাইন দন্দ্বের মাঝেই আজ থেকে ফর্মফিলাপ শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে
যদিও হাজারো কটূক্তির মাঝে গল্পের ধারা এবং নিত্য নতুন টুইস্ট দেখে দর্শকদের মনে জায়গা করতে শুরু করেছে এই ধারাবাহিক। আর সম্প্রতি প্রকাশিত হওয়া টিআরপি তালিকাতেও বেশ ভালো সংখ্যা পেতে দেখা গিয়েছে এই ধারাবাহিকে। ধারাবাহিকের কিছু পর্ব আগে দেখা গিয়েছিল আইনজীবী অরিন্দমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নোলক। কিন্তু তার পরেই বেরিয়ে আসে অরিন্দমের আসল সত্য। তার পরেই অরিন্দমকে ছেড়ে থাকার সিদ্ধান্ত নেন নোলক।
View this post on Instagram
আরও পড়ুন ….সিরিয়াল দেখেই খুন? পল্লবী কান্ডে ফের জট! পুলিশের দেওয়া তথ্য মানতে নারাজ ভক্তমহল
যদিও তার মূলত বক্তব্য, অরিন্দমের ভালোর জন্যই সে এই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। যদিও এরপর একাধিক বিষয় নিয়ে ধারাবাহিককের মুখ্য দুই চরিত্রের মধ্যে তর্ক হতে দেখা যায়। যদিও পরবর্তীতে নোলক অরিন্দমকে ছেড়ে চলে যান। আর তার পরেই অরিন্দমকে সমাজের বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে। এমনকি বাদ যাননি তার পরিবারের সদস্যরাও। এই অবস্থায় দর্শক মহলের প্রশ্ন, ফের কি একবার এক হতে পারবেন অরিন্দম-নোলক? ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। যা নিয়ে দর্শকদের মধ্যে তুঙ্গে উত্তেজনা।