অনস্ক্রীন বরের সঙ্গে রিলেই প্রেম সাড়ছেন অরুনিমা! তবে কি নতুন অধ্যায়ের সূচনা?

মন্টি শীল, কলকাতা : খুনসুটি ও প্রেম, এই দুই মিষ্টি অনুভূতি হল বাংলা ধারাবাহিক এর এক অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যা দরুন আজও দর্শক মহলে জনপ্রিয়তা বজায় রেখেছে বাংলা ধারাবাহিক ( Bengali Serial )। সাধারণত গল্পের মুখ্য চরিত্রের মধ্যে সম্পর্কের বন্ধন গড়ে উঠতে দেখা যায়। তবে এই বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) চিরাচরিত পথ থেকে কিছুটা সরে গিয়ে এক অভিনব কায়দায় শাশুড়ি-বৌমা এর মধ্যে থাকা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে পথ চলা শুরু করেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোন জনপ্রিয় ধারাবাহিকের কথা বলা হচ্ছে, এই আলোচিত বাংলা ধারাবাহিকটির নাম হল ‘আয় তবে সহচরী’ ( Aye Tobe Sohochori )।

এই বাংলা ধারাবাহিকে ( Bengali Serial ) এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যয়কে দেখা গেলেও বর্তমানে এর মূখ্য ভূমিকায় রয়েছেন ধারাবাহিকের বরফি ওরফে অভিনেত্রী অরুনিমা হালদার ( Arunima Haldar )। ধারাবাহিকটি একটা সময় দর্শকদের কাছে বিশেষ ভাবে জনপ্রিয় হয়ে উঠলেও, মাঝ পথে গল্পের মধ্যে পরকীয়ার বিষয়টি প্রবেশ করলে দর্শক মহল রীতিমতো ক্ষুদ্ধ হয়ে যান। যার এক ছোট্ট প্রতিফলন দেখা যায় সপ্তাহিক টিআরপি তালিকাতেও।

24c32

তবে সম্প্রতি ফের একবার নিজের পথ পরিবর্তন করেছে এই বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) আয় তবে সহচরী ( Aye Tobe Sohochori )। গল্পে এসেছে এক নতুন মোড়, যার দরুন ধীরে ধীরে ফের একবার দর্শকদের মাঝে আলোড়ন তৈরী করতে শুরু করেছে এই জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকের গল্প অনুসারে দেখা গিয়েছে, ধীরে ধীরে টিপু এবং বরফি এর মধ্যে নতুন করে সম্পর্কের সূচনা ঘটছে। কিন্তু টিপু’র প্রাক্তন প্রেমিকার দরুন টিপু ওরফে অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি ( Indranil Chatterjee ) এর সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছে। আর তাদের এই কেমিস্ট্রি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে পর্দায় টিপু-বরফি’র সম্পর্কে জটিলতা দেখা দিলেও এইদিন সোশ্যাল মিডিয়াতে একেবারে বিপরীত চিত্র ফুটে উঠল। সম্প্রতি এক রিলস ভিডিও’তে টিপু ওরফে অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি ( Indranil Chatterjee ) এবং বরফি ওরফে অভিনেত্রী অরুনিমা হালদার ( Arunima Haldar )-কে দেখা গিয়েছে। জনপ্রিয় হিন্দি গান ‘ইয়ে রাতে ইয়ে মৌসম’-গানে এই দুই তারকা যুগলের যুগলবন্দি দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন তাদের অনুরাগী মহল। এমনকি এই ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। তবে অনেকের মনে এক প্রশ্ন জাগতে শুরু করেছে, তবে কি রিলের পর রিয়াল লাইফেও এক নতুন প্রেম কাহিনীর সূচনা ঘটতে চলেছে !!




Leave a Reply

Back to top button