২) কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রূপম ইসলামের গলায় ছবির প্রথম গান ‘এই দেশ আমার’।
2/5
৩) এবার প্রকাশ পেতে চলেছে ছবির দ্বিতীয় গান ‘বাঘা বাঘা হে’। আর এই গানের রয়েছে আলাদা বিশেষত্ব।
3/5
৪) সম্প্রতি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখান থেকে জানা যায়, ছবির দ্বিতীয় গানে সুর মিলিয়েছেন বিশেষভাবে সক্ষম খুদেরা।
4/5
৫) এই গান নব প্রজন্মের সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার বীর গাথার পরিচয় করাবে বলে মনে করছেন নির্মাতারা। ৩০ সেপ্টেম্বর গানটি প্রকাশ পাবে। নতুন গানটি শুনতে উৎসাহী দর্শককূল।