দুই বাংলার যৌথ প্রযোজনায় বড় পর্দায় দুটি সিনেমা

আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ২টি সিনেমা। এর মধ্যে ৯ ডিসেম্বর একটি ছবির কথা প্রকাশ্যে এসেছে, আরেকটি সিনেমার কথা ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর অর্থাৎ সোমবার।

সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার চল এখন বলতে গেলে প্রায় উঠেই গিয়েছে। তার বদলে জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। সেখানে রিলিজ করা সিনেমা এবং ওয়েব সিরিজগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ওটিটির রাজত্বে বাংলাদেশের চরকিও (Chorki) একটা বেশ গুরুত্বপূর্ণ নাম। আর সেই সবটা মাথায় রেখেই বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ এ দেশে বেশ কয়েক মাস আগেই চলে এসেছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন কনটেন্ট পৌঁছে গিয়েছে ভারতীয় দর্শকদের ঘরে ও মনে। আর প্রত্যেকটি কনটেন্ট কার্যত মন জয় করে নিয়েছে দর্শকদের।

এবার দুই বাংলার যৌথ প্রযোজনায় বড় পর্দার আসতে চলেছে দুটি সিনেমা। আলফা আই, চরকি ও এসভিএফ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ২টি সিনেমা। এর মধ্যে ৯ ডিসেম্বর একটি ছবির কথা প্রকাশ্যে এসেছে, আরেকটি সিনেমার কথা ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর অর্থাৎ সোমবার।

রেদওয়ান রনি ফিরছেন তাঁর নতুন ছবি ‘দম’ নিয়ে। মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরিকে। পরিচালনা দুনিয়ায় বেশ খানিকটা বিরতির পর আবার ফিরছেন তিনি। পরিচালক বলেন, ‘সত্যি ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষিদা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের প্রবল মানসিক শক্তি তাকে যে কোনও ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এই গম্পটাই বলার চেষ্টা করছি।’

অন্যদিকে এই সিনেমায় অভিনয় নিয়ে চঞ্চল বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা হল ‘দম’। আমার সবচেয়ে বেশি ভাল লাগছে একই সঙ্গে চরকি, এসভিএফ, আলফা-এর মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এই সিনেমার সঙ্গে আছে। এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন কোনও দিগন্তের সূচনা করবে।’




Leave a Reply

Back to top button