“পুজোর সময় প্রেমটা…” নিজের কিশোরীবেলার সিক্রেট অকপটে স্বীকার করলেন মনামি ঘোষ

পুজোর সময় প্রেমে পড়েছেন? জানালেন মনামি ঘোষ।

পূর্বাশা, হুগলি: টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী মনামি
ঘোষ। তাঁর ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন যেকোনো লুকেই কাত নেটপাড়া। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম আগ্রহ নেই অনুরাগীমহলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুজো প্রেম নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। পুজোর সময় প্রেমে পড়েছেন তিনি? উত্তরে মনামি জানান “পুজোর প্রেমটা আর হল না।”

Tollywood,Bengali Actress,Monami Ghosh,Durga Puja,Memories

দূর্গাপুজো আর প্রেমের সমীকরণ যে সমান তালে চলে তা জানে সকলেই। তাই টলি অভিনেত্রীর কিশোরীবেলার কথা জানতে কান পাতলেন অনুরাগীরা। প্রশ্নের উত্তরে মনামি জানান, প্রতি বছর দুর্গাপুজোয় বন্ধু-বান্ধবরা প্রেমে পড়লেও তিনি এই লিস্টে নাম লেখাননি। বরং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মনামির থেকে খানিক দূরত্ব বজায় রেখেই চলত ছেলেরা। আবার ছোট থেকেই অভিনয় জগতে পা রাখায় ছোট থেকেই সেলিব্রেটি হয়ে ওঠেন মনামি। এই কারণে পুজোর সময় প্রেমে পড়ার অভিজ্ঞতা বা সুযোগ তাঁর তালিকায় নেই।

Tollywood,Bengali Actress,Monami Ghosh,Durga Puja,Memories

প্রসঙ্গত, এ বছরের পুজোয় মনামি ঘোষের নতুন মিউজিক ভিডিয়ো ‘আইলো উমা বাড়িতে’ প্রকাশ পেয়েছে। এই ভিডিয়োতে গান গেয়েছেন অন্তরা নন্দী। একটি মেয়ের গল্প ও পুজোর নস্ট্যালজিয়া বাঁধা মিউজিক ভিডিয়োটির পরিকল্পনা ও প্রধান ভূমিকায় অভিনেত্রী মনামি।




Leave a Reply

Back to top button