ছোট্ট পোশাকে আদুরে ছবি রণিতার! সোশ্যালে ঝড় তুললেন পর্দার ‘বাহা’…
ঘরোয়া ফ্রেমে উষ্ণ ফটো সিরিজ রণিতার

ছোটপর্দার বাহামণি রূপে দর্শকদের মন জয় করেছিলেন রণিতা দাস (Ranita Das)। এখনও তাঁকে সবাই একডাকে ‘বাহা’ নামে চেনে। সম্প্রতি তাঁর দীর্ঘ সম্পর্কে ছেদ ও প্রেমিক সৌপ্তিকের (Souptick Chakraborty)-এর সঙ্গে বিচ্ছেদের হয়েছে। সেই খবরে মন ভেঙেছে অনুরাগীদের। রণিতা-সৌপ্তিকের মতো ‘আইডিয়াল কাপলের’ ব্রেক আপ মানতে পারেননি দর্শককূল। তবে এখন সেসব অতীত। নিজেদের পরবর্তী জীবনের দিকে মন দিয়েছেন দুজনেই। আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান অভিনেত্রী রণিতা। সিরিজ ও ফিল্মে কাজ করতে অত্যন্ত আগ্রহী তিনি।
অন্যান্য অভিনেত্রীদের মতো রণিতাও তাঁর সোশ্যাল
মিডিয়ার পাতায় মাঝেমধ্যেই পোস্ট করেন একের পর এক নজরকাড়া ছবি। যা দেখে কার্যত ঘাম ঝরে দর্শকদের। অভিনেত্রীর নানান ফটোশ্যুট রীতিমতো আকর্ষণীয়। ইতিমধ্যে বেশ কিছু ফটো সিরিজ পোস্ট করে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। রবিবার বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন রণিতা।
View this post on Instagram
যেখানে তাঁর পরণে কালো লেসের ব্রালেট ও পার্পল শর্টস। ব্রালেটের স্লিভসটি নুডল প্যাটার্নের। ছবিতে রণিতার চুল খোলা ও তাতে হালকা কার্ল নজরে পড়ে। ন্যুড মেকআপে নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর চোখে কালো লাইনারের টান ও পাতায় হালকা শ্যাডোর আবরণ। হাল্কা পিঙ্ক লিপস্টিকে মিষ্টি স্মাইল। গালের স্পষ্ট টোলে আরও মোহময়ী তিনি।
ঘরোয়া পরিবেশে ছবিটি তুলেছেন রণিতা। আধশোয়া অবস্থায় ধরা দিয়েছেন ফ্রেমে। তাঁর এলোমেলো চুলে আলোর আবরণ। তিন দিন আগে রণিতা ছবিটি পোস্ট করার পরই ছুটে এসেছে অনুরাগীদের কমেন্টস। কেউ বলেছেন ‘হট’ তো কেউ বলেছেন ‘দারুণ’। রণিতার সৌন্দর্যের প্রশংসাও করেছেন কেউ কেউ। ঠোঁটে লেগে থাকা স্মাইলে কাত হয়েছেন অনুরাগীরা। কমেন্টস সেকশনে তার স্বীকারোক্তিও নজরে পড়ে। পর্দার ‘বাহামণি’ রণিতার এই নয়া ছবি সিরিজ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।