১) বং ক্রাশ সোহিনী সরকারের শাড়ি লুক সোশ্যাল মিডিয়ায় হিট।
২) ঢাকাই থেকে শিফন, হ্যান্ডলুম থেকে তাঁত এমনকি ফ্যান্সি শাড়িতেও অনন্যা হয়ে ওঠেন তিনি।
৩) সোশ্যাল মিডিয়ায় তাঁর শাড়ি লুক পোস্ট হতেই ভাইরাল। অভিনেত্রী জানিয়েছেন, শাড়ি পরতে ভালোবাসেন তিনিও।
৪) হালকা গয়না আর মুখভরা হাসিতে সোহিনীর বঙ্গনারী রূপে কাত হয় নেটপাড়া।
৫) এবারের পুজোয় সোহিনীর শাড়ি কার্যতই হিট। অভিনেত্রীর মতো সাজতে চান অনুরাগীরা।
Follow us on
Back to top button