প্রেম দিয়ে শুরু বিচ্ছেদে শেষ! বাংলা ইন্ডাস্ট্রির আলোচিত বিচ্ছেদের গল্প

বাংলা ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝেই একে ওকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। এই গুঞ্জন হঠাৎ করেই যেমন ওঠে তেমনি আবার থেমেও যায়। ইন্ডাস্ট্রির বহু তারকা রয়েছেন যাদের সম্পর্ক ফাটলের আওয়াজ নেটিজেনদের দৌলতে ড্রয়িংরুম পর্যন্ত চলে গেছে। খুবই হৃদয়বিদারক সেই বিচ্ছেদ (Bengali celebrities )। আজ জানব বাংলা ইন্ডাস্ট্রির (Bengali celebrities ) বেশ কজন পাওয়ার কাপলের বিচ্ছেদের গল্প।
তিয়াশা-সুবান
ব্যক্তিগত জীবনে ছোটপর্দার চেনা মুখ কৃষ্ণকলি (Tiyasha Roy) নাকি তার স্বামী সুবানের (Suban Roy) সঙ্গে বিচ্ছেদের পরিকল্পনা করছেন (Bengali celebrities breakup)। এ বিষয়ে রটনা বহু আগেই রটেছে। তবে এ বিষয়ে তারকাদম্পতি এখনও পর্যন্ত কিছুই বলেননি। বরং এসব রাখ ঢাক এক পাশে রেখে তিয়াশা জানান এ বিষয়ে তিনি নিজেও বহু কথা শুনেছেন তবে এর সত্যতা নিয়ে কিছুই বলেননি। নেটিজেনদের মতে অভিনেত্রী যতই বাইরে থেকে প্রলেপ দেওয়ার চেষ্টা করুক না কেন ভাঙ্গা জিনিস কখনই জোড়া লাগে না। কিছুদিন পরেই ডিভোর্সের কথা প্রকাশ্যে আসতে পারে বলে জানিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন………মুদ্রাস্ফীতি ও বেকারত্বে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, দেশবাসীর পুষ্টির ব্যাপারেও চিন্তিত
জিৎ-স্বস্তিকা
টলিউডের (Bengali celebrities)সব থেকে আলোচিত জুটি ছিল জিৎ(Jeet ) স্বস্তিকা(Swastika)। ইন্ডাস্ট্রির আনাচে কানাচে এদের নিয়ে কত কথাই শোনা যেত। তবে জল অনেক দূর গড়ালেও শেষমেশ সমাপ্তিটা ভালো হয়নি। শোনা যায় এই দম্পতি নাকি গোপনে বিয়েও করেছিল। তবে এর সত্যতা পাওয়া যায়নি। শোনা যায় তৃতীয় ব্যাক্তির উপস্থিতির কারণেই নাকি তাদের মধুর সম্পর্ক ধুলিৎসাত হয়ে যায়।
তথাগত-দেবলীনা
তথাগত(Tathagata ) দেবলীনার(Debleena ) বিচ্ছেদের গল্প কেউ বিশ্বাস করতে পারেনি। টলিউডের (Bengali celebrities )সবথেকে বিশ্বস্ত ও মজবুত সম্পর্কের বন্ধনে ছিলেন এই জুটি। কিন্তু এত কিছুর সত্ত্বেও এদের মধ্যে সম্পর্ক চিরস্থায়ী হয়নি। আবারও তৃতীয় ব্যক্তির কারণে সংসার ভাঙ্গার কথা উঠে আসে এই ক্ষেত্রে। এদের প্রেম নিয়েও যেমন জল ঘোলা হয়েছিল তেমনই এদের বিচ্ছেদের সময়ও এদের নিয়ে কম চর্চা হয়নি।
আর পড়ুন……এ যেন গেরুয়া হুঁশিয়ারি! দরজা ভেঙে ঢুকে গেরুয়া রঙে রাঙিয়ে দিল মসজিদ
মধুমিতা-সৌরভ
কোনও প্রকার রাখঢাক ছাড়াই এই জুটি প্রেম করেছিলেন। একসময় এদের নিয়ে কম চর্চা হয়নি। সকল অনুরাগীদের মধ্যমণি ছিল এই জুটি। অবশেষে তারা বিয়েও করেন। তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। দুজনে প্রেম করে বিয়ে করলেও একসময় তাদের মধ্যে অশান্তি চরমে পৌঁছে যায়,সেই সময় তারা সিদ্ধান্তে আসেন যে এই সম্পর্ক নিয়ে তারা এগোবেন না। অবশেষে আইনিভাবে তারা বিচ্ছেদ ঘোষণা করেন। মধুমিতা(Madhumita)-সৌরভের(Saurav) বিচ্ছেদ সে সময় কোনও অনুরাগীই মেনে নিতে পারেননি।