টিআরপির মাঠে দাদার দাদাগিরি, পিছিয়ে পড়লো দিদি নম্বর ওয়ান

টিআরপি দৌড়ে ছক্কা হাঁকাচ্ছেন দাদা, পিছিয়ে পড়লো বাকি রিয়ালিটি শো

টিআরপির মাঠে ছক্কা হাঁকাচ্ছেন দাদা। টিআরপির দৌড়ে পিছিয়ে পড়লো দিদি। প্রসঙ্গত, ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’কে পিছনে ফেলছে। তবে আসল বিষয় অন্য। এই সপ্তাহে রবিবার সম্প্রচারিতই হয়নি ‘দিদি নম্বর ১’।

DADAGIRI,DIDI NO.ONE,Bengali Reality show TRP,Bengali TV TRP,TRP,ZEE BANGLA

তবে আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে নম্বর বেড়েছে ‘দাদাগিরি’র। আগের সপ্তাহে এই শোয়ের নম্বরে বেশ অনেটা পতন দেখা দিয়ে ছিল। এবার বেশ চোখে পড়ার মতো নম্বর বেড়েছে শুক্র ও শনিবারের টিআরপির নিরিখে। আগের সপ্তাহে শয়ের ঝুলিতে ছিল ৪.৬, এবার পেয়েছে ৫.২। গত সপ্তাহের রবিবারের টিআরপির নিরিখে দিদি নম্বর ১ পেয়েছিল ৪.১ নম্বর। কিন্তু এই রবিবার সম্প্রচারিত হয়নি এই রিয়্যালিটি শো। অন্যদিকে সপ্তাহের সোম থেকে শুক্রের টিআরপির নিরিখে বেশ অনেকটা বেড়েছে ‘দিদি নম্বর ১’-এর নম্বর। আগের সপ্তাহে পেয়েছিল ২.৯ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ৩.৫ নম্বর। এই সপ্তাহেও রচনা পিছনে ফেলেছেন অপরাজিতা আঢ্য ও বিশ্বনাথ বসু কে। ঘরে ঘরে জি বাংলা সোম থেকে শুক্রের নিরিখে অনেকখানি পিছিয়ে। গত সপ্তাহে ছিল ১.২, এই সপ্তাহে সামান্য বেড়ে হয়েছে ১.৪।

এছাড়া ধারাবাহিকের টিআরপি তালিকায় এবার ওলট-পালট হয়েছে টিআরপি রেট। ‘অনুরাগের ছোঁয়া’ এই সপ্তাহেও টিআরপি অনুয়ায়ী প্রথমস্থান দখল করতে পারেনি। এই সপ্তাহে প্রথম স্থানে কার কাছে কই মনের কথা। দ্বিতীয় ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’। তৃতীয় জগদ্ধাত্রী, তারপর জায়গা করতে পেরেছে টিআরপি টপার এই মেগা। তবে এই সপ্তাহে শুক্র ও শনিবারের টিআরপি তালিকায় দেখা গিয়েছে অন্য মেগারা পাশাপাশি ‘অনুরাগের ছোঁয়া’ কে ‘দাদাগিরি’ও দিয়েছে জোর টক্কর।




Leave a Reply

Back to top button