খেলনা বাড়ির আগেই বন্ধের মুখে ‘গৌরী এলো’ ধারাবাহিক!
টাইম স্লট এর জটলা, বন্ধের মুখে একের পর এক মেগা ধারাবাহিক!

কলকাতা: দূর্গাপূজোর আগেই বড় রদবদল হয়েছিলো জি বাংলার পর্দায়। টিআরপি রিপোর্ট আসার পর থেকেই উলটে পালটে গেছে একাধিক সিরিয়ালের সম্প্রচারের সময়। এরই মধ্যে সদ্য শেষ হয়েছে জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেল এখনো শেষ সম্প্রচার হতে বাকি রয়েছে। এরই মধ্যে গুঞ্জন চলছিল আরো এক মেগা ধারাবাহিক বন্ধ হওয়ার এবার সেই খবরই টলি পাড়ার সামনে উঠে আসতেই মেগা ধারাবাহিক প্রেমীদের মুখভার, শেষ হতে চলেছে গৌরী এলো ধারাবাহিক।
মূলত খেলনা বাড়ির সঙ্গে টাইম স্লট বদলেছিল ‘গৌরী এলো’ ধারাবাহিকের। সময়সূচী বদলে করা হয়েছিল রাত দশটা এবার এই টাইম স্লট ফাঁকা হতে হতে চলেছে বন্ধের মুখে ‘গৌর এলো’ ধারাবাহিক। প্রসঙ্গত,খেলনা বাড়ির শেষ দিনের শ্যুটিং হয়ে গেলেও, সেই জায়গায় কোন ধারাবাহিক আসবে তা এখনও ঘোষণা করেনি জি বাংলা। ১৬ অক্টোবর থেকে বদলে গিয়েছিল খেলনা বাড়ির টাইমস্লট। রাত দশটা থেকে সরিয়ে করে দেওয়া হয়েছিল সাড়ে নটা। অর্গ্যানিক প্রোডাকশনের একটি নতুন মেগা শুরুর কথা রয়েছে। সেই ধারাবাহিকে নায়িকা হিসেবে নাম উঠে আসছে ইন্দ্রাণী পাল, শ্বেতা ভট্টাচার্য-সহ একাধিক নায়িকার। মূলত,খেলনা বাড়ির সঙ্গে আরও এক ধারাবাহিকের টাইম স্লট বদলেছিল। যা হল গৌরী এল। কারণ, নিউ এজ ড্রামার সঙ্গে পেরে উঠছিল না দেবতাকেন্দ্রিক ধারাবাহিক গৌরী এলো। পাঠিয়ে দেওয়া হয় রাত ১০ টায়।
গৌরী এলো ধারাবাহিকের সফরনামা শেষ নিয়ে এদিন পরিচালক মুখ খুলে বলেন,’যেকোনো ধারাবাহিকই শুরু হলে,শেষ তো হবেই।’তবে গৌরী এলো ধারাবাহিকের শেষ সম্প্রচার কবে হবে তা নিয়ে তিনি কোন স্পষ্ট মন্তব্য করেননি। মূলত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল গৌরী এলো ধারাবাহিকের পথ চলা প্রায় বছর দুয়েকের মাথায় মুখ থুবড়ে পড়লো জি বাংলা এই মেগা ধারাবাহিকটি। টলিপাড়ায় একের পর এক মেগা ধারাবাহিক বন্ধের গুঞ্জনে রীতিমতো মনে মেঘ জমতে শুরু করেছে দর্শকদের। তবে দর্শকদের নতুন কিছু চমক আসছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা! তবে এই মুহুর্তে বিশেষ কোনো খবর জি বাংলার তরফে জানা যায়নি। খেলনা বাড়ির শেষ সম্প্রচার কবে হতে চলেছে তাও এখনো পরিষ্কার নয়। তবে এই টাইম স্লটের গড়মেল কি গৌরী এলো বন্ধের কারণ সে নিয়েও প্রশ্ন উঠছে দর্শকদের মনে।