ন্যাকামিই ভালোবাসে বাঙালি! ‘গাঁটছড়া’, ‘মিঠাই’কে টেক্কা দিয়ে TRP লিস্টে প্রথম এই ধারাবাহিক, হতাশ দর্শকেরা

বাঙালির ঘরে ঘরে সিরিয়াল-ক্রিকেট যুদ্ধ কারোর অজানা নয়। টেলিভিশনে ( Television ) ক্রিকেট খেলা চলবে নাকি সিরিয়াল ( Serial ) সে নিয়ে মা-পিসিদের সাথে ছেলেপিলের বনিবনা বহুদিন ধরেই লেগে আছে এবং চিরন্তন তা থাকবে। কিন্ত এখন নাকি সময় উলত। মা-কাকিমাদের মধ্যেই গৃহযুদ্ধ লাগবে লাগবে করছে। ভাবছেন কারনটা কি? কারন হলো কে কোন সিরিয়াল দেখবেন। এই নিয়েই মাঝে মধ্যে তাদের মধ্যে লাগছে দ্বন্দ্ব।

bengali serial 2
সম্প্রীতি এসপ্তাহের নতুন টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। একটানা ১ বছরেরও বেশি টিআরপি লিস্টে ( TRP List) শীর্ষস্থানে থাকা মিঠাই ( Mithai ) সিরিয়ালকে টেক্কা দিয়েছে গাঁটছড়া। তবে ইদানিং নাকি ফুলঝুরির ( Fuljhuri ) টিআরপিও বেশ ভালো। এবং এই টিআরপি অনুসারে বাংলার সেরা সিরিয়াল হয় গিয়েছে ধুলোকনা ( Dhulokona )। এবার প্রশ্ন হল আসছে সপ্তাহে কি নতুন চমক অপেক্ষা করছে সিরিয়ালপ্রেমীদের জন্য!

3c62আরও পড়ুনঃ বিপুল অর্থ ব্যয় করেও বাঁচাতে পারেননি মাকে! নিজের জীবন সংগ্রাম নিয়ে প্রকাশ্যে বললেন সোহিনী সান্যাল
এসপ্তাহের নতুন টিআরপি তালিকা অনুযায়ী টিআরপি তালিকায় প্রথমস্থান ( Top TRP ) দখল করেছিল ধুলোকনা ( Dhulokona )। টিআরপি তালিকায় ( TRP list ) ৮.৩ পয়েন্ট পেয়েছে সিরিয়ালটি। দ্বিতীয় স্থানে রয়েছে দর্শকের অত্যন্ত প্রিয় খড়ি আর ঋদ্ধিমানের জুটির গাঁটছড়া ( Gatchora )। যার টিআরপি পয়েন্ট ৭.৯। এই মুহুর্তে মিঠাইয়ের টিআরপি স্কোর ( TRP Score ) ৭.৭। প্রাক্তন বেঙ্গল টপার সিরিয়ালটির ইতিমধ্যে অবস্থান তৃতীয় স্থানে।

4c22
এছাড়াও অন্যান্য সিরিয়াল যেমন গৌরী এলো ( Gouri Elo ) টিআরপি স্কোর ৭.৪ ।৭.৪ নম্বর নিয়ে গৌরী এলো দাড়িয়ে রয়েছে চতুর্থ স্থানে।লক্ষ্মী কাকিমা, মন ফাগুন আর আলতা ফড়িং তিনটি সিরিয়ালের টিআরপি যথাক্রমে ৬.৮। অনুরাগের ছোঁয়ার ( Anurager Choya ) সিরিয়ালটির স্কোর ৬, আয় তবে সহচরী ( Aye tobe sohochori ) সিরিয়ালের টিআরপি নম্বর ৬.১, উমার ৬.২, পিলুর ৫.৬ এবং এই পথ যদি না শেষ হয় সিরিয়ালটির ৫.০।

img 20220502 163119
তবে টিআরপি লিস্টে প্রথম দশের মধ্যে নেই অসমবয়সী প্রেমকাহিনী (Osomoboysi Prem Kahini) ও গোধূলির আলাপ ( Godhulir alap )। নন ফিকশন শো ( Bengali non-fiction show ) দাদাগিরির ( Dadagiri ) টিআরপি স্কোর ৫.০ পয়েন্ট, অন্যদিকে স্টারজলসার ইসমার্ট জোড়ি (Ismart Jodi ) পেয়েছে ৩.৭ পয়েন্ট। তবে বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল। এবার প্রশ্ন হল এসপ্তাহে কি নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য!

আরও পড়ুনঃ কোন তারিখে ফুটতে চলেছে আপনার বিয়ের ফুল! জানতে হলে দেখে নিন এই রাশিফল




Leave a Reply

Back to top button