গরিব বলে বিয়ে করা হয়েছে তাকে! সত্যি জানতেই তুবড়ির রাগে ভস্ম অর্জুন, দেখুন ভিডিও

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বাংলা তথা বাঙালি দর্শকদের কাছে ধারাবাহিক বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। কর্মব্যস্ততার ফাঁকে একমুঠো সময় পেলেই ধারাবাহিকের দিকে পা বাড়ান দর্শক মহল। আর দর্শকদের এই পছন্দের জিনিসটাকে আরও জোরালো করে তুলতে বাংলা টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল জি বাংলা (Zee Bangla) দর্শকদের নিত্যনতুন স্বাদ প্রদানের চেষ্টা করে চলেছে। চলছে জি বাংলার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা।
তবে দর্শক মহল কিছু কিছু ধারাবাহিকের সেই একঘেয়েমি গল্পের প্রবাহ দেখে মাঝে মাঝে হতাশ হন। আর এই হতাশাকে দূর করতে সম্প্রতি এই জি বাংলা (Zee Bangla)-র পর্দায় সম্প্রচারিত হতে শুরু করেছে একেবারে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron tubri)। ধারাবাহিকে দেখা এক দরিদ্র পরিবারের মেয়ে তুবড়ি ওরফে সোহিনী ব্যানার্জি (Sohini banerjee)-এর জীবন সংগ্রামের কথা! এই ধারাবাহিকে তুবড়ির মা সাবিত্রী অর্থাৎ লাবণি সরকার তেলেভাজার দোকান দিয়ে সংসার চালাচ্ছেন। তুবড়ির সঙ্গে সঙ্গে রয়েছে তার এক দিদি এবং বোন।
ধারাবাহিকের সর্বশেষ পর্ব অনুযায়ী দেখা গিয়েছে, তুবড়ি-র দিদির বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সেই বিয়ে আটকানোর জন্য তুবড়ির বাড়ি ছুটে যায় অর্জুন ওরফে স্বস্তিক বোস (Swastik bose)। কিন্তু ঘটনা চক্রে সেই দিন বিয়ে হয়ে যায় অর্জুন এবং তুবড়ির। একটা সময় এই বিয়ে অর্জুনের মা এর চক্রান্ত মনে হলেও, পরে জানা যায় তুবড়িকে ঠকিয়েছেন অর্জুন। আর এই ঠকানোর অন্যতম কারণ হল, বড়লোকদের ঘৃণা করেন তুবড়ি। তাই বড়লোক বাড়ির ছেলে অর্জুন গরিব পরিবারের ছেলে সেজে তুবড়িকে বিয়ে করেন।
তবে এখানেই শেষ নয়, অর্জুনের মা অঞ্জলি দেবী তুবড়িকে বরণ করতে অস্বীকার করলে সেই মুহূর্তে এসে উপস্থিত হন অর্জুনের কাকা দাদু। সেই তার পরিবারের নববধূ অর্থাৎ তুবড়িকে বরণ করতে চান। ইতিমধ্যেই এই ধারাবাহিকের নতুন প্রোমো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক খুব বেশি দিনের না হলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইদানিং কালে এই নতুন প্রোমো সামনে আসার পর নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে উড়ন তুবড়ি। সমালোচকদের মতে, বিনোদনের একঘেয়েমি কাটিয়ে ভিন্ন স্বাদের তাগিদে এই ধারাবাহিকটি ক্রমেই জনপ্রিয়তা অর্জন করছে।