KK যেখানেই থাকুক, ঈশ্বর ওঁকে শান্তি দিক, ক্যারিয়ারে আগুন দেখে অনুশোচনায় ভাসলেন রূপঙ্কর

ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। তার আচমকা প্রয়াণের পর থেকেই দেশজুড়ে ছেয়ে গেছে শোকের ছায়া। অপরদিকে ভাইরাল হয়ে গিয়েছে কেকে কে নিয়ে বাঙালি শিল্পী রূপঙ্কর বাগচীর করা একটি ভিডিও। আর সেই ভিডিওর দরুনই নেটিজেনদের কাছে ঘৃণার পাত্র হয়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল রূপঙ্কর বাগচী কে নিয়ে বিতর্কের ঝড়। তবে সম্প্রতি প্রয়াত শিল্পী কেকে’কে নিয়ে সেই বিতর্কের মাঝে নীরবতা ভাঙলেন রূপঙ্কর বাগচী ( Rupankar Bagchi )। এমনকি হাতজোড় করে প্রয়াত শিল্পীর পরিবারের কাছে ক্ষমাও চাইলেন তিনি।
আসলে গত সোমবার রাতে জনপ্রিয় সংগীতশিল্পী কেকে’কে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন রূপঙ্কর বাগচী। ভিডিওটিতে কেকে কে নিয়ে বেশ কিছু খারাপ কথাও বলেছিলেন তিনি ( Rupankar Bagchi )। আর ঠিক তার পরদিন রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। শেষমেষ হূদরোগে আক্রান্ত হয়েই মারা যান কেকে। এর পরেই রুপঙ্করের কেকে কে নিয়ে সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হতে থাকে এবং কেকের প্রাণহানির ঘটনায় রূপঙ্করের উপর ক্ষেপে যায় সকল অনুগামীরা। সেই থেকে একের পর এক সমালোচনার ঝড় বয়ে চলেছে রাজ্য জুড়ে। নেটিজেনদের সমালোচনায় এক প্রকার কোণঠাসা হয়ে পড়েন রূপঙ্কর বাগচী। এমনকি প্রাণনাশের হুমকিও পান তিনি।
এইসকল পরিস্থিতি সামলাতে শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন রূপঙ্কর। প্রেস কনফারেন্সে সেদিনের ভিডিওটির জন্য ক্ষমাপ্রকাশ করেন শিল্পী রুপঙ্কর ( Rupankar Bagchi )। সমালোচনার জেরে যে তার মানসিক স্থিতি একেবারেই ঠিক নেই, সেকথাও সাংবাদিকদের বলেন রুপঙ্কর। তাঁর কথায় তিনি যে জীবনে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তা তিনি আগে কখনও ভাবেন নি। ওড়িশায় বসে করা ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে তা তিনি ভেবে দেখেননি। এর জন্যই তার পরিবারকেও তিনি যে বিপদের মুখে ঠেলে দেবেন সেটা তিনি বুঝতে পারেননি। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে আবহাওয়া তৈরি করতে পারে তার ধারণাও রূপঙ্করের ছিলনা বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- KK-এর মৃত্যু শোকে বিষণ্ণ বলিপাড়া! ক্ষোভে নজরুল মঞ্চে অনুষ্ঠান বাতিল সুনিধী চৌহান ও জুবিনের
বর্তমান পরিস্থিতির জন্য কেকে’র পরিবারের কাছে নিঃস্বার্থ ক্ষমাও চেয়ে নেন তিনি। প্রয়াত সংগীত শিল্পীর প্রতি কোনও বিদ্বেষ নেই বলেই জানান রূপঙ্কর। তিনি জানান কেকে র প্রতি তার কোনো বিদ্বেষ নেই, তিনি শুধু কেকে র কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা কে লক্ষ্য করে বলেছিলেন। আর তিনি চেয়েছিলেন শ্রোতারা যেন বাঙালি শিল্পীদের প্রতিও এরূপ দরদ দেখান। এছাড়াও অনুমতি ছাড়া যে সকল শিল্পীর তিনি নাম নিয়েছিলেন তাদের নাম নেওয়া উচিত হয়নি বলে জানিয়েছেন রূপঙ্কর।
আরও পড়ুন- KK বিতর্কে কাজ কেড়ে নিল মিও আমোরে-ও! আপাতত সম্পূর্ণ কর্মহীন গায়ক, মন্তব্য নেটপাড়ার