ফের শোরগোল টলিউডে,এবার বিস্ফোরক মন্তব্যের জেরে শিরোনামে এলেন বর্ষীয়ান অভিনেতা বিল্পব চ্যাটার্জি

টলিউডের অন্দরমহলে একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জেরে প্রায়শই শিরোনামে আসেন একথা সকলেরি জানা। তবে এবার সংবাদ শিরনামের শীর্ষে এলেন এককালের জনপ্রিয় অভিনেতা বিল্পব চ্যাটার্জি ( Biplab Chatterjee )। এবার তিনি তার মন্তব্যের জেরে সবার নজরে পরে গেলেন। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্যের জেরে তিনি আলোচিত ও সমলোচিত হয়েছেন। টলিউডের জনপ্রিয় এই অভিনেতা ( Biplab Chatterjee )এবার টার্গেট করলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা বাংলা টেলিভিশনের অত্যন্ত স্বনামধন্য পরিচালক,প্রযোজক ও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক বক্ত্যব্যে অভিনেতা বিল্পব চ্যাটার্জি লীনা গঙ্গোপাধ্যায়কে ( Leena Gangopadhyay ) খুনের হুমকি দেয় এখান থেকেই বিতর্কের উৎপত্তি।
আরও পড়ুন……অনলাইন পড়ে অফলাইন পরীক্ষা, পরীক্ষার প্রথমদিনই ফলাফলের চিন্তা গ্রাস করছে পড়ুয়াদের
বিপ্লব চ্যাটার্জি ( Biplab Chatterjee ) তার ক্ষোভ প্রকাশের কারণ হিসেবে জানিয়েছেন যে লীনা গঙ্গোপাধ্যায় যেরূপ প্লটে গপ্লে লিখছেন তা প্রকৃত অর্থে নারীজাতির অবমাননা। লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত ধারাবাহিকগুলোতে তিনি নারী চরিত্রের আদর্শ ক্ষুন্ন হতে দেখছেন। এখানেই তার আপত্তি। তার মতে একটি সংসারের ভিত্তি স্বরূপ থাকে নারী স্তম্ভ। সেখানে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় কিভাবে একজন নারী হয়েই নারী চরিত্রে কলঙ্কের দাগ লাগাচ্ছেন এই প্রশ্ন তিনি সরাসরি করেছেন। তিনি ( Biplab Chatterjee )আরও বলেন এক সময় তিনি নিজে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তিনি জানেন একটি চরিত্রের প্রকৃতগতভাবে কতটা খারাপ হওয়া মানায়। তিনি শুধু লীনা গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেই ক্ষান্ত থাকেননি। সেই সাথে তিনি সমস্ত ধারাবাহিক নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কেবলমাত্র টিআরপি ও ব্যবসায়িক স্বার্থের কথা মাথায় রেখেই তারা দর্শককে যা খুশি তাই দেখিয়ে চলেছেন বলে তার অভিযোগ। তিনি আরও বলেন লীনা গঙ্গোপাধ্যায়কে গুলি করে মারা উচিত। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে শুরু হয় জোর জল্পনা।
আরও পড়ুন……Bollywood Update : ‘‘আপনারা কি এতটাই বোকা’’ ! সলমনের সাথে বিয়ের গুজবে চটলেন সোনাক্সি
উল্লেখ্য এ বিষয়টি প্রকাশ্যে আসতেই এর পাল্টা জবাব দিতে ভোলেননি অভিনেতা ভরত কল। তিনি জানান যে বিপ্লব চ্যাটার্জির অপছন্দ হতেই পারে,তাই বলে এরুপ মন্তব্য করাকে তিনি কিছুতেই গ্রহণ করছেন না। ইতিমধ্যেই এই ঘটনার রেশ পৌঁছে গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের নিকট। নেটিজেনদের মধ্যে এ বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। জানা গেছে লীনা গঙ্গোপাধ্যায় এখনও কোনও পদক্ষেপ নেননি ।