পাহাড়ি পথে ঠোঁটে ঠোঁট বিরসা-বিদীপ্তার! পোস্ট হওয়া ছবি মুহুর্তে ভাইরাল
পাহাড়ে রোম্যান্টিক মুডে বিরসা-বিদীপ্তা! আনফলো করার হুমকি দিলেন নেটিজেনেরা।

পূর্বাশা, হুগলি: সদ্য প্রকাশ পেয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ব্যোমকেশ ও দূর্গরহস্য। পরিচালক বিরসার হাত ধরে সর্বসমক্ষে এসেছেন নতুন ব্যোমকেশ দেব ও নবাগতা সত্যবতী রুক্মিণী। গত ১১ অগাস্ট মুক্তির পর থেকেই হলে হলে জমছে ভিড়। আর এদিকে ভিড় পেরিয়ে পাহাড়ে বেড়াতে গেছেন তারকা দম্পতি বিরসা-বিদীপ্তা। পাহাড়ের পথ চিরে এগিয়ে চলা পথে চুম্বনে মাতলেন দুজনে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এদিন একটি ছবি পোস্ট করেন পরিচালক বিরসা। যেখানে পাহাড়ি কুয়াশার মাঝে একে অপরের সঙ্গে এক হয়ে গিয়েছেন তারকা দম্পতি। আশেপাশে শুকনো পাতা ও দুরে আবছা সবুজ যেন আরও রোমান্টিক করে তুলেছে ফ্রেম টিকে। দুজনের একত্র ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দম্পতি ক্যাপশন দিয়েছেন ‘ও যে মানে না মানা’। বেশ বোঝা যাচ্ছে পাহাড়ি ভ্যাকেশনে ডুবে রয়েছেন দুজনে।
বিরসা-বিদীপ্তার রোম্যান্টিক ছবিতে যেমন লাইক ও কমেন্টসের ভিড় জমেছে তেমনই উড়ে আসছে হরেক রকম কটাক্ষ। এমনকি ‘আনফলো’ করার হুমকিও দিয়েছেন কেউ কেউ। আবার একজন বলেছেন, তারকারা বোধহয় ভুলে যান, যে তাঁরা সোশ্যাল মিডিয়ায় কি ছবি পোস্ট করছেন।