সিনেমা হল কাঁপাতে আসছে বগলা মামা যুগ যুগ জিও

টাইটেল সং মুক্তি পেতেই বোঝা যাচ্ছে এই সিনেমা বক্স অফিসে সাফল্য অর্জন করতে চলেছে।

কলকাতা: সময়ের সাথে সাথে পাল্টেছে বাংলা সিনেমা। একটা সময় বাংলা সিনেমার গল্প মানেই পরিবার কেন্দ্রিক, মাঠে-ঘাটে নায়ক-নায়িকার লুকিয়ে লুকিয়ে দেখা করা, বড়লোক বাবার অহংকারী মেয়ে গরিবের ছেলে প্রেমে পড়া, ইত্যাদি। কিন্তু এখন বাংলা সিনেমার ধরন পুরোপুরি পাল্টে গেছে। কিছু হয় কমার্শিয়াল, কিছু ডিটেকটিভ, কিছু ভুতুড়ে, কমেডি, ইত্যাদি। সব ধরনের সিনেমারই এখন আলাদা আলাদা ‘ফ্যান বেস’ আছে। এবার কমেডি প্রেমীদের এক নতুন উপহার দিতে চলেছেন ধ্রুব ব্যানার্জি ও রাজকুমার মৈত্র ‘বগল মামা যুগ যুগ জিও’র রূপে। সিনেমার মুক্তি দিন এখনো প্রকাশ্যে আসেনি, তবে মনে করা হচ্ছে এই ‘কমেডি ফ্লিক’ বক্স অফিসে বড় সাফল্য অর্জন করবে।

ছবির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। ফার্স্ট লুকের ভিউ সংখ্যা ছিল দেখার মতো। তারপরেই মুক্তি পেল এই ছবির টাইটেল সং ‘বগলা মামা যুগ যুগ জিও’। জানা গিয়েছে, গানটি লিখেছেন রঙ্গন চক্রবর্তী, সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গেয়েছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়। ফাস্ট লুকের মতোই প্রথম গানও ভালো ভিউ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি গানটি দর্শকদের মনে একটা ভালো ইম্প্রেশন তৈরি করেছে এই সিনেমাকে ঘিরে। এই গান দিয়ে পাওয়া যাচ্ছে পুরনো দিনের কিছু অনুভূতি। তবে শেষ কথা এটাই যে গানের মাধ্যমে বোঝা যাচ্ছে সিনেমা কেমন হতে চলেছে।

Bengali,Movie,Entertainment,Comedy

এই সিনেমায় মুখ্য চরিত্র বগলা মামার ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। এছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধি সেন, উজান চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, দিতিপ্রিয়া রায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীরা। এই সিনেমার পরিচালক ধ্রুব ব্যানার্জি এবং লেখক রাজকুমার মৈত্র। ভিউয়ার দেখে মনে করা হচ্ছে এই সিনেমাটি এই বছরের সেরা দশটি সিনেমার মধ্যে একটি হবে। তবে শেষ অবধি বাজিমাত করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।




Leave a Reply

Back to top button