একেবারে হাতাহাতি! স্যান্ডি বন্ধ করেই ছাড়ল বসন্ত বিলাস মেসবাড়ির শ্যুটিং

মন্টি শীল, কলকাতা : বাংলা ও বাঙালির জীবনে বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত হল ধারাবাহিক। কাজের ফাঁকে অথবা অবসর সময়ে ব্যস্ত মস্তিষ্ককে শান্ত ও শিথিল করার জন্য বাঙালির কাছে এর থেকে ভালো ওষুধ আর একটা নেই। বাংলা টেলিভিশন জগতে একাধিক সম্প্রচার এর মাধ্যম রয়েছে যারা এই বিনোদনের গুরুত্বপূর্ণ অংশটিকে সম্প্রচার করে থাকে। ধারাবাহিক বিভিন্ন রকমের রয়েছে। কিন্তু সেটা যদি রোমান্টিক এর সঙ্গে সঙ্গে হাসি আর কৌতুকে ভরপুর থাকে তাহলে তো আর কোনও কথাই নেই।

এই রকমেরই এক হাস্য কৌতুক আর রোম্যান্সে মোড়া ধারাবাহিক সম্প্রচারিত হয় বাংলা বিনোদনের এক অন্যতম মাধ্যম কালার্স বাংলা (Colors Bangla) তে। বুঝতে পারছেন এখানে কোন বিশেষ ধারাবাহিকের কথা বলা হচ্ছে, হ্যাঁ এই ধারাবাহিককে নাম হল বসন্ত বিলাস মেসবাড়ি। টলিউডের নামজাদা প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে, অভিনেতা কাঞ্চন মল্লিক, শ্রীতমা ভট্টাচার্য, নন্দিনী দত্ত সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। সম্প্রতি এই ধারাবাহিকে একটা নতুন স্বাদ এনে দিতে হাজির হয়েছেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।

3c42

আরও পড়ুন ….৬৬ বছর বয়সে ছাদনাতলায় অরুণ লাল ! বিয়ের পর জানালেন নবদম্পতির মধুচন্দ্রিমার পরিকল্পনা
আরও পড়ুন ….শেষ হয়ে যাচ্ছে সর্বজয়া ! দেখে নিন লাস্ট এপিসোডের দিনক্ষণ

দেখতে গেলে ডিজিটাল প্লাটফর্ম অর্থাৎ ইউটিউব এর পর এই ধারাবাহিক দিয়েই স্যান্ডি সাহার প্রথম বড় পর্দায় পা রাখা। তবে বড় পর্দায় প্রবেশ হলেও শুরুটা খুব একটা সুখ দায়ক হল না। স্যান্ডি-র শ্যুটিং ফ্লোরে কিছু দিন যেতে না যেতেই অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে তীব্র বিবাদে জড়জড়িত হলেন। তবে এই বিবাদ একটা সময় এমন জায়গায় এসে পৌছায় যে, মাঝখানের কিছুটা সময় ধারাবাহিককের শ্যুটিং বন্ধ রাখতে হয়। এই ধারাবাহিকে অভিনেত্রী শ্রীতমা ও স্যান্ডি দুজনে ভাই ও বোনের চরিত্রে অভিনয় করছেন। জানা গিয়েছে, ধারাবাহিকের এই দুই তারকার মধ্যে সম্পর্কও খুব ভালো।

আরও পড়ুন ….‘বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে’, দেব-রুক্মিণীকে দাদাগিরির মঞ্চে সরাসরি বিঁধলেন সৌরভ

তবে এইদিনের বিবাদ যেন সব হিসেব নিকেশে জল ঢেলে দিল। শোনা যাচ্ছে, গত সোমবার ধারাবাহিকের এই দুই তারকা শ্যুটিংয়ের সেটে দেরি করেই প্রবেশ করেন। তারপর দুজনে মেকআপ রুমে ভিডিও রিল ও বানান। এই পর্যন্ত সব কিছু ঠিক ঠাক ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই অভিনেত্রী শ্রীতমা স্যান্ডি সাহাকে উদ্দেশ্য করে কিছু রসিকতা করেন। যার উত্তরে স্যান্ডি নিজেও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি এক বিষয় নিয়ে অভিনেত্রীর সঙ্গে রসিকতা করেন। এরপর থেকেই শুরু হয় সেই বিবাদ। বিবাদ পরবর্তী সময়ে এমন একটা জায়গায় পৌছায় যে অভিনেত্রী শ্যুটিংয়ের সেট ছেড়ে চলে বেরিয়ে যান। যার ফলে প্রায় একঘন্টা বন্ধ হয়ে যায় শ্যুটিংয়ের কাজ। যদিও এর পরবর্তী প্রভাব পড়ে সোশ্যাল মিডিয়াতে। এই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়াতে।




Leave a Reply

Back to top button