একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে বিতর্কিত বাংলাদেশের অভিনেত্রী পরীমনি (Porimoni) এবারে টলিউডের মুখ্য চরিত্র

বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমনি(Porimoni) সম্প্রতি টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে , কলকাতায় আগমন খুব শীঘ্রই

বাংলাদেশের নায়িকা পরীমনি (Porimoni ) জনপ্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন বিতর্কের মাধ্যমে তবে শুধু বিতর্কতা তাকে জনপ্রিয়তা দেয়নি। তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন তার অভিনয় দক্ষতার মাধ্যমেও। সম্প্রতি মা নামক একটি বাংলাদেশের সিনেমাতে অভিনয় করেছেন তিনি এবং এই সিনেমাতে তার অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। পরীমনি তাঁর একমাত্র পুত্রসন্তান শামীম মুহম্মদ রাজ্য (Shamim Muhammad Rajya)-কে সঙ্গে করে এই সিনেমার প্রত্যেকটি প্রোমশানে নিয়ে গেছেন । তিনি তার অভিনয় জগতে আরও একটি বড় প্রজেক্ট করতে চলেছেন সেটি হলো প্রীতিলতা ওয়াদ্দেদার(Pritilata Waddedar) এর বায়োপিক এবং এটির শুটিং প্রায় শেষের দিকে। এবারের শোনা যায় পরীমণি (Porimoni ) নাকি টলিউডে অভিনয় করতে চলেছেন।

Parimoni,Tollywood,Bangladesh,Actress
Porimani and her Son

তেরি টলিউড(Tollywood ) অভিনয় করতে চলেছেন এটি পরীমনি নিজেই মন্তব্য করেন তবে বিস্তারিত এই বিষয়ে তিনি কিছু প্রকাশ করেননি । তবে তিনি কলকাতায় পা রাখতে চলেছেন তার ছেলের জন্মদিনের পরেই। তার ছেলের এক বছরে পূর্ণ হবে আগামী ১০ আগস্ট। তবে তিনি বেশ কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন, এক সূত্রে জানা যায় তিনি তার স্বামী রাজের সাথে দেখা করতে এসেছিলেন। বর্তমানে তারা আলাদা থাকেন তবে কলকাতায়(Kolkata ) এসে রাজের ফোন হারিয়ে যাওয়ায় সেই খবরটি সর্বপ্রথম পৌঁছায় পরীমনির কাছে এবং তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। গত বছরের শেষের দিকেই রাজ এবং পরীমনি (Pormoni ) আলাদা থাকা শুরু করে। পরীমনি স্বামী রাজের পরকীয়া এবং রাজের পরিবারের ওপর ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ তুলে সেপারেশন চেয়েছিলেন।তবে তাদের পুত্র সন্তানের জন্য তারা তাদের সেপারেশনের সিদ্ধান্ত স্থগিত রেখে পুনরায় একসাথে থাকার সিদ্ধান্ত নেয়।

Parimoni,Tollywood,Bangladesh,Actress
Porimani and her Husband

তবে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিনের পর দিন বাড়তে থাকে তার স্বামী রাজের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পরীমনি(Porimoni) তিনি বিবাহ বিচ্ছেদ দাবি করে রাজের কাছে তবে রাজ এই ব্যাপারে কোন সম্মতি না দিলেও তিনি আলাদা থাকা শুরু করেন।

অভিনেত্রী পরীমনি বাংলাদেশের চলচ্চিত্রে বেশ জনপ্রিয়। টলিউডের তার অভিনয় দেখার আশায় রয়েছে অনেক দর্শক।




Leave a Reply

Back to top button